টানা ৯০ দিনের ট্রাফিক ব্লক! মেট্রোর কাজের জন্য ই এম বাইপাসে যানজটের আশঙ্কা

   

বাংলা হান্ট ডেস্ক: কলকাতাবাসীর জন্য এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ লাইফ লাইন হল কলকাতা মেট্রো (Kolkata Metro)। এই মুহূর্তে শহরের আরও একাধিক এলাকায় চলছে মেট্রো সম্প্রসারণের কাজ। এবার এই মেট্রোর কাজের জন্যই এক বড়সড় ‘ট্রাফিক ব্লক’ (Traffic Block) হতে চলেছে। যার জেরে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ই এম বাইপাসে যানজটের আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।

কলকাতা মেট্রোলের পক্ষ থেকে এমনই একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মেট্রোপলিটন ক্রসিং-এর কাছে টানা ৯০ দিন ধরে চলবে এই ট্রাফিক ব্লক। জানা যাচ্ছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে অনুমতি পাওয়ার পর এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতার মেট্রোরেল কর্তৃপক্ষ-ও।তবে শহরের অন্যতম ব্যস্ত রাস্তায় এই ট্রাফিক ব্লকের কারণে আগামী দিনের রাস্তায় বেরিয়ে ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা।

এদিনের প্রেস বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে  কবি সুভাষ বিমানবন্দর ভায়া রাজারহাট মেট্রো প্রকল্পে পিয়ার নম্বর ২৮৮ এবং পিয়ার নম্বর ২৮৯-এর পোর্টাল বিম নির্মাণের জন্য ট্রাফিক ব্লকের অনুমতি মিলেছে। এবিষয়ে ডিসি ট্রাফিকের তরফে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডকে  অনুমতিও দেওয়া হয়েছে।

যদিও তার আগেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পরীক্ষামূলকভাবে ৭ থেকে ১১ জুন পর্যন্ত এই ক্রসিংয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের প্রক্রিয়াও চালান হয়েছে। জানা যাচ্ছে, সমস্ত দিক বিবেচনা করে তবেই ৯০ দিনের জন্য ট্রাফিক ব্লকের অনুমতি দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এর ফলে এই প্রকল্পের বড় সমস্যার সমাধান হয়েছে।

আরও পড়ুন: রবিবারের বাজারে চড়া দাম ইলিশের! চিকেনের দাম কত জানেন?

বর্তমানে, রাজ্য সরকারের সহযোগিতায়, RVNL ইঞ্জিনিয়াররা পিয়ার নম্বর ২৮৮-র ফিক্সিং-এর কাজ আরও জোরদারভাবে করছেন। পাশাপাশি পিয়ার নং ২৮৯-এর জন্য ট্রেসেল নির্মাণের কাজও চলছে। শুধু তাই নয় মেট্রোর তরফে জানানো হয়েছে ই এম বাইপাসের উপর এই কাজ চলাকালিন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা হবে।

kolkata metro

সব ঠিক থাকলে কাজটি আগামী অগাস্ট মাসের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা রয়েছে। এছাড়া চলতি আর্থিক বছরেই এই বিভাগটি চালু করা হবে।বর্তমানে এই লাইনে নিউ গড়িয়া থেকে রুবি মোড় স্টেশন পর্যন্ত ৫.৪০ কিলোমিটার রুটে মেট্রো চলছে। এছাড়া বেলেঘাটা পর্যন্ত বিস্তৃত আরও ৪.৩৯ কিলোমিটার অংশটি কমিশনিংয়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নের পরে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গিয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর