অযৌক্তিক চালান কেটেছে ট্রাফিক পুলিশ? নো চিন্তা! আর গুণতে হবে না ‘ফাইন’! জানেন সেই পদ্ধতি?

বাংলাহান্ট ডেস্ক : আজকাল আমাদের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত উন্নত হয়েছে। সহজেই পৌঁছে যাওয়া যায় এক জায়গা থেকে অন্য জায়গায়। বিজ্ঞানের অগ্রগতির সাথে আবিষ্কার হয়েছে বিভিন্ন যানবাহনের। আজকালকার অনেকের কাছেই রয়েছে দুই চাকার বাইক বা স্কুটার। আবার অনেকের কাছে রয়েছে চার চাকা গাড়ি।

ট্রাফিক পুলিশের (Traffic Police) অযৌক্তিক চালান কাটা থেকে মুক্তি

তবে রাস্তায় গাড়ি নিয়ে বের হলে আমাদের নানান ঝঞ্ঝাটের মুখোমুখি পড়তে হয়। তার মাঝে অন্যতম ট্রাফিক পুলিশের (Traffic Police) ‘লাল চক্ষু।’ যারা শহরের রাস্তাঘাটে গাড়ি চালিয়ে থাকেন তাদের অনেকেরই অভিযোগ থাকে ট্রাফিক পুলিশের (Traffic Police) বিরুদ্ধে। অনেকেই অভিযোগ তোলেন বিনা কারণে ট্রাফিক পুলিশ (Traffic Police) জরিমানা আদায় করে।

আরোও পড়ুন : মুকেশ,গৌতম তো অনেক হল! এবার খেল দেখাবেন অনিল! ব্যবসায় যা লাভ করলেন হতবাক পুরো বিশ্ব

তবে আপনিও যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হন তাহলে দ্বারস্থ হতে পারেন লোক আদালতের। দীর্ঘদিন ধরে যে মামলাগুলি অমীমাংসিত রয়েছে, স্থগিত রয়েছে সেগুলির সমাধান করা হয় লোক আদালতে। ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে ঠিক করা হয় লোক আদালতে শুনানির দিন। লোক আদালতে পরবর্তী শুনানের দিন ১৪ ই সেপ্টেম্বর।

আরোও পড়ুন : ভিনেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাইনার, কী বললেন ব্যাডমিন্টন তারকা?

যারা অযৌক্তিক চালানের (Traffic Challan) জরিমানার (Fine) হাত থেকে মুক্তি পেতে চান তারা বিচারের জন্য যেতে পারেন লোক আদালতে। আবেদনের জন্য প্রয়োজন চালান সংক্রান্ত সমস্ত নথি, পুলিশি নোটিশ অথবা বার্তালাপের প্রমাণ। লোক আদালতে যাওয়ার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

Traffic Police Challan

লোক আদালতের ট্রাফিক হেল্প ডেস্কে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জমা দিলেই জানা যাবে আপনার গাড়ির বিরুদ্ধে কোনও অমীমাংসিত চালান আছে কিনা। তবে মনে রাখবেন লোক আদালতে যাওয়া মানেই জরিমানা মুকুব হওয়া নয়। যদি আদালতে প্রমাণ হয় আপনার থেকে অযৌক্তিকভাবে চালান (Traffic Challan) কাটা হয়েছিল তাহলেই মুকুব হবে জরিমানার টাকা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর