ট্রাফিক নিয়মে বিরাট বদল! আইন ভঙ্গ করলে আর রেহাই নেই, বিপদে পড়ার আগেই জানুন!

বাংলা হান্ট ডেস্কঃ ট্রাফিক আইন ভঙ্গকারীদের আর রেহাই নেই! আইন ভেঙে জরিমানা দিয়ে পার পাওয়ার দিন শেষ! কারণ এবার প্রশাসনের তরফ থেকে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার আগে ট্রাফিক আইন (Traffic Rules) ভাঙার আগে একাধিকবার ভাববেন সকলে।

ট্রাফিক আইনে (Traffic Rules) কী পরিবর্তন এল?

কলকাতা, দিল্লি থেকে মুম্বই, এদেশের নানান শহরে ট্রাফিক আইন (Traffic Rules) ভঙ্গের চিত্র দেখা যায়। এমন অনেক মানুষ আছেন যারা ট্রাফিক আইনের তোয়াক্কাই করেন না। তবে এবার থেকে সেসব বন্ধ হতে চলেছে। কারণ এবার পুলিশের পাশাপাশি কড়া নজরদারি চালাবে ড্রোন। হাইওয়েতে যান চলাচলের ওপর নজরদারি চালাতে এবার ড্রোনের ব্যবহার শুরু করা হল।

   

ট্রাফিক (Traffic) আইন ভঙ্গ করলে জরিমানার ব্যবস্থা থাকলেও তাতে বিশেষ সুরাহা হচ্ছিল না। তাই এবার নয়া সিদ্ধান্ত নিল প্রশাসন। হাইওয়ের যান চলাচলের ওপর নজরদারি চালাতে এবার ড্রোনের ব্যবহার শুরু হল ফরিদাবাদে। জানা যাচ্ছে, মূলত লেন পরিবর্তন করা চালকদের ওপর নজর রাখতে এর ব্যবহার করা হচ্ছে। সোমবার ড্রোনের দ্বারা নজরদারি চালিয়ে লেন পরিবর্তনের জন্য ৮৬০টি চালান কাটা হয় বলে খবর।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে নয়া মোড়, CCTV ফুটেজ দেখে গ্রেফতার ১! পুলিশের জালে কে?

জানা যাচ্ছে, ড্রোনটি জাতীয় সড়কের মাঝখানে থাকবে। উঁচু থেকেই হাইওয়ের যানবাহনগুলির ওপর নজর রাখবে সেটি। তারা ঠিক লেনে চলছে কিনা, কেউ লেন পরিবর্তন করল কিনা সেটাই দেখা হবে এই ড্রোনের মাধ্যমে। এই ব্যবস্থার (Traffic Rules) মাধ্যমে এখনও অবধি ভালোই সাফল্য এসেছে বলে জানা যাচ্ছে।

Traffic rules

বর্তমান সময়ে মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনার খবর কানে আসে। বহু সময় পুলিশ (Traffic Police) আধিকারিকদেরও আহত হতে দেখা যায়। সেই কারণে এবার তাঁদের নিরাপত্তার দিকেও কড়া নজর দেওয়া হচ্ছে। এই বিষয়ে ডিসিপি ঊষা বলেন, ডিজি অফ পুলিশ ও ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ ট্রাফিকের তরফ থেকে ট্রাফিক পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ কমিশনার রাকেশ কুমার আর্যের তত্ত্বাবধানে সেই অভিযান শুরু করা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর