বর্ষবরণের রাতেই মর্মান্তিক দুর্ঘটনা বৈষ্ণোদেবী মন্দিরে, পদপিষ্ট হয়ে মৃত্যু ১২ জনের, আহত বেশ কয়েকজন

বাংলাহান্ট ডেস্কঃ বর্ষবরণের রাতেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বৈষ্ণোদেবী মন্দির (Vaishno Devi temple)। নববর্ষ উপলক্ষে ভক্তদের অস্বাভাবিক ভিড়ের কারণেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ভিড়ের মাঝেই পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১২ জনের এবং আহত বহু দর্শনার্থী।

জানা গিয়েছে, বর্ষবরণের রাতে ২ টো বেজে ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, মন্দিরে দর্শনার্থীদের থাকা ভিড়ের মধ্যে বচসা, ধাক্কাধাক্কির জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পরবর্তীতে আহতদের চিকিৎসার জন্য নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশও মোতায়েন করা হয়েছে মন্দির চত্ত্বরে।

এই ঘটনায় জম্মু ও কাশ্মীরের ডিজিপি দলবীর সিং জানিয়েছেন, পাওয়া খবর অনুযায়ী পদপিষ্ঠ হয়েছেন ১৩ জন। ইতিমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে। বাকি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহগুলো।

শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের এই দুর্ঘটনার খবর পাওয়া যায়। ঘটনার খবর পেয়েই নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইটে লেখেন, ‘মাতা বৈষ্ণোদেবী ভবনে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহতদের দ্রুতি আরোগ্য কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা রইল’।

এই ঘটনায় পিএমএনআরএফ থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণাও করা হয়েছে।

https://twitter.com/RahulGandhi/status/1477094489881776130?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1477094489881776130%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fstampede-at-vaishno-devi-mandir-in-kashmir-several-died-many-are-injured-dgtl%2Fcid%2F1321434

এই দুর্ঘটনার জন্য আবার ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ট্যুইটে লেখেন, ‘মাতা বৈষ্ণোদেবী মন্দিরে হওয়া এমন দুর্ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতের জন্য দ্রুত আরোগ্য কামনা করি’।

Smita Hari

সম্পর্কিত খবর