দুই বাসের মধ্যে তুমুল ঝগড়া! ইসলামপুরে মৃত্যু হল ২ যাত্রীর, গুরুতর আহত আরও ৮

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই কলকাতায় বেড়েছে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা (Bus Accident)। লাগাতার বাস কিংবা অন্যান্য গাড়ির সাথে সংঘর্যের কারণে মৃত্যুর মুখে পড়ছেন যাত্রীরা। এরই মাঝে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে প্রাণ গেল দুই যাত্রীর।

ইসলামপুরে মর্মান্তিক বাস দুর্ঘটনা (Bus Accident)

উত্তর দিনাজপুরের ইসলামপুরে প্রত্যক্ষদর্শীদের দাবি দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির (Bus Accident) জেরে এদিন আচমকাই রাস্তার মধ্যে ঝামেলা বেঁধে গিয়েছিল দুই চালকের মধ্যে। বচসা চলাকালীন একটি বাসের স্টিয়ারিং হাত দিয়ে ঘুরিয়ে দেয় অন্য বাসের চালক।

আর এইভাবেই কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় বাকি বাসযাত্রীদের। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পরপর কয়েকটি টোটোকে পিষে দিয়ে যাত্রীদের বিশ্রামাগারে ঢুকিয়ে দেয়। এরফলে মুহূর্তের মধ্যে রক্তে লাল হয়ে যায় ইসলামপুর বাস টার্মিনাস। এই ঘটনায় মৃত্যু হয় এক ১০ বছরের কিশোরী সহ এক যুবকের। জানা যাচ্ছে, কমপক্ষে ৮ জন এই ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন।

আরও পড়ুন: জানুয়ারিতে বাড়ছে DA? বাংলার সরকারি কর্মীদের জন্য বড় খবর আসতে চলেছে!

স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ভর্তি করেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকল ও পুলিশ। তারাও এদিন উদ্ধার কাজে হাত লাগান। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী কানাইলাল আগারওয়াল জানিয়েছেন দুটো বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল।

Bus Accident

রাস্তার মধ্যেই একে অপরের  সঙ্গে ঝামেলা শুরু করে দেয় তারা। একটা বাস ছিল পিছনে, সে এগিয়ে গিয়ে অন্য বাসের ড্রাইভারের সামনে চলে আসে। ওই বাসের চালক সঙ্গে সঙ্গে এই বাসের চালককে চেপে ধরে স্টিয়ারিং ঘুরিয়ে দেন। তাতেই আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি অন্য বাসের চালক। মুহূর্তেই ঘটে যায় বাস দুর্ঘটনা। 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর