বিয়ে সেরে বাড়ি ফেরার পথে ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষ! নতুন জীবন শুরুর আগেই মর্মান্তিক মৃত্যু নবদম্পতির

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল পড়শি রাজ্য বিহার (Bihar)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিয়ে সেরে বাড়ি ফেরার পথে ট্র্যাক্টরের সাথে গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন নবদম্পতি। নতুন জীবন শুরু করার আগেই না ফেরার দেশে পাড়ি দিলেন তাঁরা।

অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায়। এদিকে, বিয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নবদম্পতির এহেন মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে তাঁদের পরিবার। একদিন আগেও যাঁরা মেতে উঠেছিলেন এই বিবাহের আনন্দে মুহূর্তের মধ্যেই তাঁদের কাছে তা পাল্টে গিয়েছে বিষাদে।

এই প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, নওয়াদার মহারানা গ্রামের ২৭ বছরের যুবক শ্যাম কুমারের সাথে বিয়ে হয় নালন্দার গিরিয়ক থানা এলাকার সতোয়া গ্রামের বছর কুড়ির পুষ্পা কুমারীর। গত শুক্রবার মহা ধুমধামে বিবাহ সম্পন্ন হয় তাঁদের। এমতাবস্থায়, সমস্ত রীতিনীতি শেষ হওয়ার পর শনিবার স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শ্যাম।

এদিকে, বরের গাড়িতে শ্যাম এবং তাঁর স্ত্রী পুষ্পা ছাড়াও ছিলেন শ্যামের শ্যালিকাও। শনিবার বিকেল ৩ টে নাগাদ তাঁরা যখন পুরেনী গ্রামের কাছে পৌঁছন তখন একটি বালিবোঝাই ট্র্যাক্টর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। যার ফলে গাড়িটি রীতিমতো পাল্টি খেয়ে রাস্তার এক ধারে পড়ে যায়।

1683443192 marriage

শুধু তাই নয়, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যাম এবং পুষ্পার। পাশাপাশি, গুরুতর জখম হয়েছেন শ্যামের শ্যালিকা এবং গাড়ির চালকও। এদিকে, পুলিশ জানিয়েছে ঘটনার পরই ওই ট্র্যাক্টর নিয়ে চম্পট দেন চালক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা জানিয়েছেন যে, স্থানীয় প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরেই ওই রাস্তা সারাইয়ের জন্য অভিযোগ জানিয়ে আসা হলেও কোনো কাজ হয়নি। যার ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। আর এর জেরেই প্রাণ হারালেন ওই নবদম্পতি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর