মর্মান্তিক! ডানকুনিতে অত্যধিক ভিড়ের চাপে লোকাল ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু, ছড়াল উত্তেজনা

বাংলা হান্ট ডেস্ক: দিনের শুরুতেই মর্মান্তিক একটি দুর্ঘটনার সাক্ষী থাকল ডানকুনি! অত্যধিক ভিড়ের চাপে লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম চন্দন প্রচণ্ড। বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা বলে জানা গিয়েছে।

মঙ্গলবার সকালে ডানকুনি-বেলানগর রেললাইনের মাঝে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেন থেকে পড়ে যাওয়ার পর জখম ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে প্রথমে তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় আর জি কর হাসপাতালে ভরতি করা হলেও শেষ রক্ষা হয়নি। দুপুর নাগাদ মৃত্যু হয় তাঁর।
এই প্রসঙ্গে রেল সূত্রে জানা গিয়েছে যে, দিন কয়েক আগে ওই ব্যক্তি ডানকুনি এসেছিলেন এক আত্মীয়ের বাড়িতে। আজ বাড়ি ফিরে যাওয়ার জন্য ডানকুনি থেকে লোকাল ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তারপর খড়গপুর হয়ে চন্দ্রকোণা ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা!
IMG 20220104 161531

এদিকে, দুর্ভাগ্যজনক এই ঘটনার পরেই যাত্রীদের মধ্যে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের অভিযোগ, ট্রেন এত কম থাকার ফলেই প্রচুর ভিড় হচ্ছে। আর ওই কারণেই প্রাণ হারালেন এক ব্যক্তি। রেলের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তাঁরা।

এদিকে, দুর্ঘটনার প্রসঙ্গে সহযাত্রীরা জানিয়েছেন, ডানকুনি থেকে একটি লোকাল ট্রেনে ওঠেন চন্দনবাবু। ট্রেনটিতে প্রচণ্ড ভিড় ছিল। কোনওক্রমে গেটের কাছে পা রাখতে পারলেও শরীর ঝুলছিল ট্রেনের বাইরে। তবে তিনি শক্ত করে ধরে রেখেছিলেন ট্রেনের হাতল। বেলানগর স্টেশন আসার আগেই ভিড়ের চাপে কোনওভাবে হাত ফসকে যায় তাঁর। সঙ্গে সঙ্গে তিনি ট্রেন থেকে পড়ে যান। ওই অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর