বাংলা হান্ট ডেস্ক: দিনের শুরুতেই মর্মান্তিক একটি দুর্ঘটনার সাক্ষী থাকল ডানকুনি! অত্যধিক ভিড়ের চাপে লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম চন্দন প্রচণ্ড। বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা বলে জানা গিয়েছে।
এদিকে, দুর্ভাগ্যজনক এই ঘটনার পরেই যাত্রীদের মধ্যে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের অভিযোগ, ট্রেন এত কম থাকার ফলেই প্রচুর ভিড় হচ্ছে। আর ওই কারণেই প্রাণ হারালেন এক ব্যক্তি। রেলের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তাঁরা।
এদিকে, দুর্ঘটনার প্রসঙ্গে সহযাত্রীরা জানিয়েছেন, ডানকুনি থেকে একটি লোকাল ট্রেনে ওঠেন চন্দনবাবু। ট্রেনটিতে প্রচণ্ড ভিড় ছিল। কোনওক্রমে গেটের কাছে পা রাখতে পারলেও শরীর ঝুলছিল ট্রেনের বাইরে। তবে তিনি শক্ত করে ধরে রেখেছিলেন ট্রেনের হাতল। বেলানগর স্টেশন আসার আগেই ভিড়ের চাপে কোনওভাবে হাত ফসকে যায় তাঁর। সঙ্গে সঙ্গে তিনি ট্রেন থেকে পড়ে যান। ওই অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি।