বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে রিচার্জের মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আর তাতেই আমজনতাদের কালঘাম ছুটছে। সিম কার্ডে (Sim Card) রিচার্জ করাতে গিয়ে পকেট হচ্ছে গড়ের মাঠ। তবে এই আবহেই TRAI নিয়ে এল বিরাট আপডেট। এখন থেকে রিচার্জের চিন্তা হবে দূর। আসলে কেউ কেউ অতিরিক্ত অর্থ খরচ না করার জন্য ঘন ঘন রিচার্জ করতে চান না। কিন্তু এদিকে রিচার্জ না করলে আবার সিম কার্ড বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। আর সেই চিন্তা দূর করতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আনল নতুন নির্দেশিকা।
বাড়ানো হচ্ছে সিম কার্ড (Sim Card) রিচার্জের সময়সীমা:
বর্তমান সময় নিয়ম রয়েছে রিচার্জ না করলে সিম কার্ড (Sim Card) বন্ধ হয়ে যায়। শুধুমাত্র সিম চালু রাখার জন্য অনেকেই শত শত টাকা খরচ করছেন। তবে TRAI এবার যে নতুন নিয়ম চালু করতে চলেছে সেই অনুযায়ী আর মাসে মাসে টাকা খরচ করতে হবে না। আর এই নতুন নিয়ম মানতে হবে Jio, Airtel, Vi এবং BSNL সমস্ত সংস্থাকে। ফোনের যোগাযোগ যেন চালু থাকে সেই সময়সীমা বাড়ানোর নির্দেশিকা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। চলুন দেখে নিই কোন টেলিকম সংস্থার কতদিন রিচার্জ না করলে সিম কার্ড চালু থাকবে।
Jio গ্রাহকদের জন্য সুবিধা: TRAI-র নয়া নির্দেশিকা অনুযায়ী, আপনি যদি Jio-র গ্রাহক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার সিম (Sim Card) চালু থাকবে ৯০ দিন পর্যন্ত। তবে কেউ যদি ৯০ দিন পার করে যাওয়ার পরও রিচার্জ না করান সেক্ষেত্রে তাঁর সিম বন্ধ হয়ে যাবে। আর সেই সিমের সুবিধা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ ‘এক আইপিএস সবটা জানে’, কে সে? আদালতে দাঁড়িয়ে যা বলেছিলেন সঞ্জয়…
Airtel ব্যবহারকারীদের জন্য নির্দেশিকা: কেউ যদি Airtel-র গ্রাহক হয়ে থাকেন, তাহলে তাঁদের সিম চালু থাকবে ৬০ দিন পর্যন্ত। তবে ৬০ দিনের বেশি হয়ে গেলে যদি রিচার্জ না করেন তাহলে আপনার নম্বরটি বন্ধ হয়ে যাবে। এবং সেটি তখন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে।
Vi এবং BSNL গ্রাহকদের জন্য সুবিধা: যাঁরা Vi-র সিম ব্যবহার করেন, তাঁরা ৯০ দিন পর্যন্ত সিম কার্ড চালু রাখতে পারবেন। কিন্তু তার মধ্যে যদি আপনি কোনও রিচার্জ না করান তাহলে আপনার সিম বন্ধ হয়ে যেতে পারে। এদিক থেকে, BSNL দিচ্ছে সবচেয়ে ভালো সুবিধা। আপনি যদি এর গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনি সিম চালু রাখার জন্য ১৮০ দিন সময় পাবেন। এই সময়সীমা পেরিয়ে গেলেই আপনার সিম কাজ করা বন্ধ।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় সব শেষ….বড়সড় বিপর্যয়ের সম্মুখীন মনু ভাকের, খেলরত্ন পুরস্কারের আনন্দ বদলে গেল বিষাদে
জানা গিয়েছে, TRAI শুধু সিম কার্ড (Sim Card) রিচার্জের জন্যই নয়, ফেক কল আটকাতেও বিশেষ পদক্ষেপ নিয়েছে। আপনার ফোনে যদি কোনও ফেক কল আসে, তাহলে সেই প্রতিষ্ঠান আগেভাগেই আপনাকে সতর্ক করে দেবে। গ্রাহকরা যাতে কোনও প্রতারণার ফাঁদে না পড়ে তার জন্যই এই সুবিধা। আগে থেকে সতর্ক হয়ে গেলে সেই মতো ফোন কল রিসিভ করতে পারবেন।