Airtel, Jio-র খরচ হয়ে যাবে অর্ধেক! দামি রিচার্জ থেকে গ্রাহকদের স্বস্তি দিতে বড় প্ল্যান TRAI এর

বাংলাহান্ট ডেস্ক: রিলায়্যান্স জিও (Jio) সস্তায় রিচার্জ প্ল্যান দিলেও ক্রমশ সেই দাম বাড়াচ্ছে। একই ছবি এয়ারটেলের (Bharti Airtel) ক্ষেত্রেও। সম্প্রতি তারা তাদের ৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে তাদের সবচেয়ে কম রিচার্জ শুরু হচ্ছে ১৫৫ টাকা থেকে। ফলে এতে বিপদে পড়েছেন হাজার হাজার গ্রাহক। তবে এ বার এত দামী রিচার্জ প্ল্যানের উপর নিয়ন্ত্রণ আনতে পদক্ষেপ করছে কেন্দ্র।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ডুয়াল সিম গ্রাহকদের জন্য কেবল এসএমএস-এর প্ল্যান আনতে চলেছে টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI)। ফলে এই প্ল্যানে গ্রাহক শুধু এসএমএস ও ইনকামিং কলের সুবিধা পাবেন। যাঁরা দু’টি সিম চালু রাখতে চান, এই প্ল্যানটি তাঁদের জন্য উপযুক্ত। এর ফলে দ্বিতীয় সিমে অর্ধেক দামের রিচার্জ করতে হবে। 

   

smartphone user india

ট্রাইয়ের এই পদক্ষেপে সুবিধা হবে লক্ষ লক্ষ গ্রাহকের। যদিও টেলিকম অপারেটররা সরকারের এই পরিকল্পনা সমর্থন করছে না। বর্তমানে দেশের একটি বড় অংশের নাগরিক সস্তায় মোবাইল ট্র্যারিফ পাচ্ছে না। এমনই দাবি রয়েছে কেন্দ্রের। এই পরিস্থিতিতে একটি শুধু এসএমএস-এর প্ল্যান আনার পরিকল্পনা করেছে সরকার। তাদের মতে, এর ফলে আরও নতুন গ্রাহক টেলিকম অপারেটরগুলির সঙ্গে জুড়বেন। 

phone users

কিন্তু কেন্দ্রের এই পরিকল্পনা মোটেও ভাল ভাবে নিচ্ছে না জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার (Vodafone-Idea) মতো টেলিকম অপারেটরগুলি। তাদের মতে, এমন প্ল্যান নতুন গ্রাহকদের জুড়তে সাহায্য করবে না। এছাড়াও গড় আয়ও ভাল হবে না টেলিকম অপারেটরদের। এছাড়াও তারা জানিয়েছে, ইনকামিং হোক বা আউটগোয়িং, নেটওয়ার্কের ব্যবহার সব ক্ষেত্রেই হয়। একইসঙ্গে টেলিকম সংস্থাগুলির রিপোর্টও ব্যবহৃত হবে। কিন্তু সেই অর্থে তাদের আয় হবে না। ফলে বিপদে পড়বে তারা।

যদিও সরকারের এই পদক্ষেপে উপকৃত হবেন গ্রাহকরা। কারণ এখন তাঁদের যে পরিমাণ অর্থ খরচ করে সিম চালু রাখতে হচ্ছে, তা খুবই অসুবিধাজনক। যেমন এয়ারটেল তাদের ৯৯ টাকার প্ল্যান বন্ধ করে দিয়েছে। ফলে যে গ্রাহকরা এতদিন শুধু সিম চালু রাখছিলেন তাঁদেরও বেশি টাকার রিচার্জ করতে হচ্ছে। অন্যদিকে, অন্য সিমের ক্ষেত্রেও একই রকম টাকা দিতে হচ্ছে। তাই খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। তাই ট্রাইয়ের এই পদক্ষেপ নিঃসন্দেহে সাহায্য করবে গ্রাহকদের।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর