ভুলেও করবেন না এই কাজ! নাহলেই ব্ল্যাকলিস্ট হবে SIM, ১ সেপ্টেম্বর থেকে লাগু কড়া নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: অবাঞ্ছিত কলের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। পাশাপাশি, অবাঞ্ছিত কল রুখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। ঠিক এই আবহেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) অর্থাৎ TRAI দ্বারা একটি নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। যেটি আগামী ১ সেপ্টেম্বর, ২০২৪ থেকে সারা দেশে কার্যকর হবে। এদিকে, এই নিয়ম কার্যকর হলে অবাঞ্ছিত কলের সমস্যা অনেকাংশে কেটে যাবে। এজন্য সরকারের পক্ষ থেকে টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

নতুন নিয়ম TRAI-এর:

TRAI-এর রিপোর্ট অনুযায়ী, আপনি যদি আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে টেলিমার্কেটিং কল করেন সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বরটি ২ বছরের জন্য ব্ল্যাকলিস্ট করা হবে। মূলত, সরকার টেলিমার্কেটিংয়ের জন্য একটি নতুন মোবাইল নম্বর সিরিজ জারি করেছে। আর্থিক জালিয়াতি রোধে টেলিকম বিভাগ নতুন ১৬০ নম্বর সিরিজ চালু করেছে। এমতাবস্থায়, ব্যাঙ্কিং এবং বিমা সেক্টরকে ১৬০ নম্বর সিরিজ থেকে প্রমোশন কল এবং মেসেজ করতে হবে।

   

TRAI is implementing strict rules from September 1.

এই ধরণের কল ও মেসেজ থেকে মিলবে রেহাই: অনুমান করা হচ্ছে যে, TRAI-এর এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর অবাঞ্ছিত কল ও মেসেজের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। কারণ স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হওয়া কল ও মেসেজও এই নতুন মোবাইল নম্বর নিষিদ্ধ করার নিয়মে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেগুলিকে রোবোটিক কল বলা হয়। সরকারের মত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ধরণের সমস্ত কল ও মেসেজ নিষিদ্ধ করা হবে।

আরও পড়ুন: প্রথম থেকেই শুরু অ্যাকশন! বড় কাজ করতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, থাকছে বিশেষ নজর

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত তিন মাসে ১০ হাজারেরও বেশি প্রতারণামূলক মেসেজ পাঠানো হয়েছে। আপনি যদি এই ধরণের মেসেজ বা কল পান সেক্ষেত্রে আপনার অভিযোগ “সঞ্চার সাথী পোর্টাল”-এ দায়ের করতে পারেন। এদিকে, কেউ যদি আপনাকে ১০ ডিজিটের মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠায় সেক্ষেত্রে আপনি সরাসরি ১৯০৯-এ অভিযোগ করতে পারেন।

আরও পড়ুন: আসছে সমুদ্রের রক্ষক! চোখের পলকে ঘটাবে বিপর্যয়, INS আরিঘাট দিয়েই বাজিমাত করবে ভারত

এভাবে দায়ের করুন অভিযোগ:
১. প্রথমে sancharsathi.gov.in ওয়েবসাইটে যান এবং Citizen Centric Services-এ স্ক্রোল করুন।
২. তারপর ট্যাবের নিচে দেওয়া “চক্ষু” অপশনটি নির্বাচন করুন এবং তারপরে রিপোর্টিং-এ ক্লিক করুন।
৩. এরপরে, ড্রপ-ডাউন মেনু থেকে ফ্রড ক্যাটাগরি নির্বাচন করুন এবং কলটির স্ক্রিনশট সংযুক্ত করুন।
৪. তারপর যে মোবাইল নম্বর থেকে আপনি প্রতারণার কল বা মেসেজ পেয়েছেন সেটি লিখুন।
৫. এর পাশাপাশি ওই কলের তারিখ এবং সময় লিখে সেটি রিপোর্ট করুন।
৬. তারপর আপনার ব্যক্তিগত বিবরণ লিখুন এবং OTP দিয়ে যাচাই করে অভিযোগ জমা দিন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর