বাংলা হান্ট ডেস্কঃ ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। দুর্ঘটনার মুখে হাওড়া (Howarh) থেকে মুম্বইমুখী (Mumbai) এক্সপ্রেস ট্রেন (Express Train)। মালগাড়ির বগির সাথে ধাক্কায় লাইনচ্যুত ট্রেনের ১৮টি কামরা। দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল (12810 Howrah-CSMT Mail) ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় দূরপাল্লার এই ট্রেনটি।
ট্রেন দুর্ঘটনায় মৃত ২! (Train Accident)
এএনআই সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৩টে ৪৫ নাগাদ রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে অন্তত দু’জন মারা গেছেন বলে খবর। জানা গিয়েছে পূর্বের বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপরে পড়ে ছিল। সেই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয়ে পড়ে মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেস।
দুর্ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। নম্বর দুটি হল- 033-26382217 এবং 94333-57920। সূত্রের খবর দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ট্রেনের ১৮টি কামরাই বেলাইন হয়ে যায়।
আরও পড়ুন: আজ আরও বাড়বে বৃষ্টি! সকাল থেকেই ভারী বর্ষণের পূর্বাভাস কলকাতা দক্ষিণবঙ্গের ৫ জেলায়
দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ৫- ৬ জন আহত হয়েছেন হয়েছেন বলে খবর এখনও পর্যন্ত। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চলছে চিকিৎসা। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত ২ মাসে এই নিয়ে ৩ বার ট্রেন দুর্ঘটনা (Train Accident)। ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় রেল। ফের একবার প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।