বাংলাহান্ট ডেস্ক: বিয়ে করে ফেরার পথে গাড়ির সাথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সদ্য বিবাহিতা বড় বউয়ের।ঘটনাটি ঘটেছে বাংলাদেশের উল্লাপাড়া উপজেলার পঞ্চকষি গ্রামে। সদ্য বিবাহিতা রাজন আহমেদ ও
সুমাইয়া খাতুন, তাদের পরিবারের ১৫ জন সহ বিয়ে করে ফিরছিল। গার্ডহীন রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস এর মুখোমুখি হয়ে যায় তাদের গাড়িটি। ট্রেনের গতি বেশি থাকায় ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়। মৃত্যু হয় এক নবদম্পতির সংসারের স্বপ্নের।
প্রচন্ড শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা প্রাথমিকভাবে উদ্ধার কার্য চালায়। কিছুক্ষণ আগে খেয়ে আসেন পুলিশ ও দমকল বাহিনী। গাড়ি থেকে উদ্ধার করা হয় বাকি চারজনকে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে।
এ দুর্ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে দায়ী করছেন।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন বারবার বলা সত্বেও লেভেল ক্রসিং এ গার্ডএর ব্যবস্থা করা হয়নি।
প্রশাসন অবশ্য বলেন, “দুর্ঘটনা যেখানে ঘটেছে সেটি অনুমোদিত ক্রসিং নয়। স্থানীয় লোকজন নিজেদের সুবিধার জন্য সেটি ব্যবহার করত।” ১১ জনের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্তকারী দল তৈরি করে দেয়া হয়েছে।