ভয়াবহ রেল দুর্ঘটনা ওড়িশায়! যাত্রী ওয়েটিং রুমে ঢুকে গেল মালগাড়ির কামড়া! ২ শিশু সহ মৃত ৩

বাংলাহান্ট ডেস্ক : সাত-সকালেই ভয়ংকর রেল দুর্ঘটনা (Train Accident)। ওড়িশার (Odisha) জাজপুরে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত পক্ষে তিনজনের। জানা গিয়েছে, সকাল ৬টা ৪৪ মিনিটে জাজপুরের কোরেই স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। সেই সময় ট্রেনটি ওয়েটিং রুমে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনে অবস্থিত কোরেই স্টেশনের এই দুর্ঘটনার জেরে রেল চলাচল ব্যাহত হয়েছে।

ইতিমধ্যেই ইস্ট কোস্ট এবং ধৌলি এক্সপ্রেস বাতিলের কথা জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে৷ এমনকি বাতিল করা হতে পারে করমণ্ডল এক্সপ্রেসও৷ এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও করা হয়েছে৷

   

জানা গিয়েছে, ইস্ট কোস্ট রেলের অন্তর্গত ভদ্রক- কাপিলাস সেকশনের কোড়াই স্টেশনে সকাল পৌনে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ যার ফলে আপ এবং ডাউন দু’টি লাইন অবরূদ্ধ হয়ে পড়ে৷ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। সঙ্গে রয়েছে একাধিক অ্যাম্বুল্যান্স৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারাও৷

দুর্ঘটনা এতটাই ভয়ংকর ছিল যে মালগাড়ির কামড়াগুলি রেল লাইন থেকে প্ল্যাটফর্মের উপরে ওভারব্রিজে উঠে যায়৷ ভেঙে গিয়েছে প্ল্যাটফর্মের উপরে থাকা ঘরগুলিও৷ আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে৷ চালকের ভুল নাকি রেল লাইনে কোনও ত্রুটির জেরে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷

জাজপুরের পুলিশ সুপার জানান, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ২০ জনেরও বেশি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন দিয়ে যাওয়ার সময় পণ্যবাহী ট্রেনটির গতি কমানোর কথা ছিল। তবে তা করা হয়নি। জানা যায়, দুর্ঘটনার জেরে মালগাড়ির কয়েকটি ওয়াগন উড়ে গিয়ে ফুটব্রিজে ধাক্কা মারে। ইস্ট কোস্ট রেলওয়ের জনসংযোগ আধিকারিক নিরাকার দাস জানান, ‘উদ্ধারকাজে গতি আনতে দুটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আহতদের সাহায্য করতে এবং তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর