বাংলাহান্ট ডেস্ক : ফের ট্রেন দুর্ঘটনা উড়িষ্যায় (Odisha)। বেরহামপুর স্টেশনের কাছে ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে (Vivek Express) ঘটল অগ্নিকাণ্ড। যাত্রীরা কালো ধোঁয়া লক্ষ্য করেন ট্রেনের একটি বগির নিচ থেকে। কালো ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। এরপর আতঙ্কিত যাত্রীরা চেন টেনে ট্রেন থামান।
জানা গেছে এই ঘটনায় কেউ হতাহত হননি। ট্রেনের এক যাত্রীর কথায়, কয়েকজন যাত্রী দেখেন ট্রেনের নিচে থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এরপর গোটা ট্রেনের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর হুড়োহুড়ি শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে। এরপর যাত্রীরা ট্রেন থামান চেন টেনে। ট্রেন থামার পর নেমে আসেন যাত্রীরা।
রেলের এক কর্তা জানিয়েছেন, একটি বস্তা পড়ে ছিল লাইনে। সেটি আটকে যায় ট্রেনের চাকায়। এরফলে ধোঁয়া বেরিয়েছে। রেল কর্তা জানান চাকা থেকে বস্তা সরানো হয়েছে। ১৫ থেকে ২০ মিনিট থেমেছিল ট্রেন। এরপর ট্রেনটিকে যথাযথ পরীক্ষা করে পাঠানো হয় গন্তব্যে। আগুনের কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের একটি টিম।
#WATCH | Smoke witnessed in one of the coaches of Dibrugarh-Kanyakumari Vivek Express near Odisha’s Brahmapur Station due to brake binding as a sack got stuck in the wheel of a coach
"The smoke was not due to any mishap but brake binding as a sack had got stuck in a wheel of a… pic.twitter.com/MUSoIoS1lp
— ANI (@ANI) July 11, 2023
গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ফলকনামা এক্সপ্রেসের তিনটি বগিতে গত ৭ই জুলাই তেলেঙ্গানার ইয়াদাদ্রি জেলা অতিক্রম করার সময় আগুন লাগে। হাওড়া-সেকেন্দ্রবাদ ট্রেনটি এরপর থামানো হয় বোমাইল্লি গ্রামের কাছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা অন্য বগিতে চলে যান। এরফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।