বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাবে (Punjab) ভয়াবহ রেল দুর্ঘটনা। রবিবার সকালে শেখপুরা জেলার কিলা সত্তার শাহ স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই স্টেশনের মেন লাইনে দাঁড়িয়ে ছিল একটি পণ্যবাহী ট্রেন। সেখানেই একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় অন্তত ৩১ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। এর মধ্যে ৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা এখনও অবধি জানা যায়নি। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত (Investigation) শুরু হয়েছে। ট্রেনের চালক ইমরান সারোয়ার এবং তাঁর সহকারী মহম্মদ বিলাল সহ-চার রেল কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার পর লাহোর বিভাগের ট্রেন চলাচল নির্বিঘ্নেই চলছে। ট্র্যাক পরিষ্কার করার কাজ চলছে। এছাড়াও উপপ্রধান কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিশনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।
রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সাহিদ আজিজ বলেন, ‘যাত্রীদের নিরাপত্তায় কোনও আপোষ করা হবে না।’ এদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সভাপতি, শাহবাজ শরিফ (Shehbaz Sharif) এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
147 اپ میانوالی ایکسپریس قلعہ ستار شاہ ریلوے اسٹیشن پر مال گاڑی کے ساتھ ہٹ ہوئی اور ڈی ریل ہوگئی۔#Accident #Train #Pakistan pic.twitter.com/uBHFxMcBQV
— Syed Hassan Ali (@HassanAli75080) September 24, 2023
উল্লেখ্য, গত এক দশকে পাকিস্তানে (Pakistan) বেশ কয়েকটি মারাত্মক ট্রেন দুর্ঘটনা (Rail Accident) ঘটেছে। গত মাসে করাচি থেকে ৫৬ কিলোমিটার দূরে সিন্ধু প্রদেশের নবাবশাহ জেলার সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাভেলিগামী হাজরা এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যূত হয়ে পড়ে। এই দুর্ঘটনায় কমপক্ষে ২৭৫ জন মারা যান এবং আরও বেশ কয়েকজন আহত হন।