সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! ব্রেক কষেও কাজ হল না, লাইনচ্যুত ২টি বগি

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভারত। শনিবার সকালে ফের একটি ট্রেন দুর্ঘটনা (Train Accident) ঘটল। ব্রেক কষার পরেও শেষরক্ষা হল না! লাইনচ্যুত হয়ে গেল ট্রেনের দু’টি বগি। জানা যাচ্ছে, স্টেশনে পৌঁছনোর ২০০ মিটার আগে এই দুর্ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় সোমনাথ এক্সপ্রেস।

  • যাত্রীরা কেমন আছেন (Train Accident)?

আজ সকালের এই ট্রেন দুর্ঘটনা (Train Accident) প্রসঙ্গে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও হর্ষিত শ্রীবাস্তব বলেন, ‘ইন্দোর থেকে ট্রেনটি আসছিল। জব্বলপুর স্টেশনের ৬ নং রেল স্টেশনে ঢোকার কথা ছিল। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে যায়। সকাল ৫:৫০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তবে সব যাত্রীরা সুরক্ষিত রয়েছেন’।

   
  • কী কারণে দুর্ঘটনা ঘটল?

জানা যাচ্ছে, এদিন স্টেশন থেকে ছাড়ার পর কিছুদূর গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে গুজরাটগামী সোমনাথ এক্সপ্রেস (Somnatha Expresee)। তবে সেই সময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় কোনও ক্ষতি হয়নি। তবে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে হাজির হন রেলওয়ে আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরানোর কাজ শুরু হয়েছে বলে খবর। এই কারণে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।

আরও পড়ুনঃ ED স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ ২ জন! বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির! তুমুল শোরগোল

আজ সকালে গুজরাটগামী সোমনাথ এক্সপ্রেসে কীভাবে দুর্ঘটনা ঘটল সেটা এখনও জানা যায়নি। তবে সম্পূর্ণ বিষয়ের তদন্ত শুরু হয়েছে বলে খবর। হাওড়া মুম্বই মেল থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সাম্প্রতিক অতীতে একাধিক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। বারবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে যাত্রী নিরাপত্তা। সোমনাথ এক্সপ্রেসের দুর্ঘটনার পর ফের একবার শিরোনামে উঠে এসেছে এই বিষয়টি।

Train accident Somnath Express

বিগত কয়েকমাসে একাধিক ট্রেন দুর্ঘটনার (Train Accident) নিয়ে কেন্দ্রকে প্রশ্নবাণে বিদ্ধ করেছে বিরোধী দলগুলি। এই আবহে সোমনাথ এক্সপ্রেসের দুর্ঘটনা কেন্দ্রের অস্বস্তি আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। কেন এই দুর্ঘটনা ঘটল, আপাতত সেটাই খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর