ফের বড় দুর্ঘটনা! তীব্র গতিতে ছুটে চলা ট্রেন আচমকা হল দুই ভাগে বিভক্ত, কি অবস্থা যাত্রীদের?

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশজুড়ে একের পর এক ট্রেন দুর্ঘটনার (Train Accident) খবর সামনে এসেছে। এমনকি, অধিকাংশ ক্ষেত্রেই সেই দুর্ঘটনাগুলি হয়ে উঠেছে প্রাণঘাতী। যার ফলে স্বাভাবিকভাবেই ট্রেনযাত্রার বিষয়ে কিছুটা হলেও চিন্তা বেড়েছে যাত্রীদের মধ্যে। ঠিক এই আবহেই ফের বিহারের সমস্তিপুরে একটা বড় ট্রেন দুর্ঘটনা (Train Accident) ঘটল।

ফের ঘটল ট্রেন দুর্ঘটনা (Train Accident):

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস বিহার থেকে দিল্লি যাওয়ার সময়ে ট্রেনটির কাপলিং ছিঁড়ে যায়। যার ফলে আচমকাই ট্রেনের দু’টি বগি আলাদা (Train Accident) হয়ে যায়। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তুমুল চাঞ্চল্য দেখা দেয়। তবে, ট্রেনের বগি আলাদা হয়ে যাওয়ার ঘটনা ঘটলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

   

Train Accident The train suddenly split into two while moving at high speed.

ঠিক কি ঘটেছে: জানা গিয়েছে যে, সোমবার দারভাঙ্গা থেকে নয়াদিল্লিগামী বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস সমস্তিপুর, মুজাফফরপুর রেলওয়ে সেকশনের ক্ষুদিরাম বোস, পুসা এবং কার্পুরি গ্রাম রেল স্টেশনের মধ্যে দু’টি ভাগে (Train Accident) বিভক্ত হয়ে পড়ে। এদিকে এই ঘটনাটি জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

আরও পড়ুন: ভারতে আর থাকবে না টোল প্লাজা! কিভাবে কাটা হবে ট্যাক্স? সরকার নিচ্ছে বড় পদক্ষেপ

তদন্তে কি জানা গিয়েছে: প্রাথমিক তদন্তে জানা গেছে যে, কোচের সাথে ইঞ্জিনের সংযোগকারী কাপলিংটি ভেঙে (Train Accident) যাওয়ার কারণে ট্রেনটি দু’টি ভাগে বিভক্ত হয়ে যায়। যাত্রীদের অসুবিধার হাত থেকে বাঁচাতে রেলের আধিকারিকরা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যান বগি সংযোগ করতে। আধঘণ্টার মধ্যে ট্রেন সংযোগের কাজ শেষ হয়। আধঘণ্টা পরে, কাপলিং সংযুক্ত করার পরে, বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসকে নয়াদিল্লিতে পাঠানো হয়।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের কপাল খুলল রতন টাটার প্রিয় কোম্পানি! ১ লক্ষ টাকা পোঁছে গেল ৮ লক্ষে

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কিছুদিন আগে বিহারের রাজধানী পাটনার উপকণ্ঠে পূর্ণিয়া হাতিয়া এক্সপ্রেসের কাপলিং ভেঙে যায়। যার ফলে ওই ট্রেনের দু’টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও ওই ঘটনার খবর পেয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং GRP তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সমস্যাটির সমাধান করে। ওই দুর্ঘটনাতেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর