ট্রেনে জানলার ধারেই সিট চাই? চিন্তা নেই! এবার ঘরে বসেই মিলবে মনের মত আসন বেছে নেওয়ার সুযোগ

  1. বাংলাহান্ট ডেস্ক : অনলাইনে ট্রেনের (Train) টিকিট কাটার পরও আমরা জানতে পারি না কোন আসনটি আমাদের জন্য ধার্য হতে চলেছে। তবে যদি আমাদের মনের মতো আসন আমরা ট্রেনে পাই, তাহলে ট্রেন সফরের মজা অনেকটাই বেড়ে যায়। ট্রেনে সফর করার সময় অনেকের পছন্দের তালিকায় থাকে জানলার পাশের আসন। বাইরের প্রকৃতি দেখতে দেখতে রেল ভ্রমণের অভিজ্ঞতা এক কথায় দারুন।

তবে আপনারা জানেন বাড়িতে বসেও ট্রেনে (Train) পছন্দ মতো সিট বাছতে পারেন ?

যাত্রীরা যাতে ঘরে বসেই পছন্দের আসন বেছে নিতে পারেন তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railways Catering and Tourism Corporation) (IRCTC)। টিকিট বুক করার সময় দেশের যেকোনো প্রান্তের যাত্রীরা দেখে নিতে পারবেন খালি বার্থগুলি। উপরের সিট হোক কিংবা নিচের, অথবা জানলার ধারের প্রিয় আসন, পছন্দমতো সিট বুকিং-এর সুবিধা পাবেন যাত্রীরা।

আরোও পড়ুন : আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা! কলকাতায় আসছেন IMA সভাপতি! আজই কড়া সিদ্ধান্ত ঘোষণা?

আনুষ্ঠানিকভাবে এখনো এই পদ্ধতি চালু করেনি আইআরসিটিসি। নতুন এই পদ্ধতি চালু হলে আইআরসিটিসির ওয়েবসাইটে টিকিট বুকিং করার সময় দেখা যাবে  “সিট প্রেফারেন্স অপশন”। স্লিপার ক্লাস থেকে এসি কামরা, কোথায় কত আসন খালি রয়েছে তা জানা যাবে শুধুমাত্র ট্রেনের (Train) নাম ও যাত্রার তারিখ ইনপুট করলেই। তারপর সেই অপশন দেখে যাত্রীরা নিজেদের পছন্দমতো সিট বুক করতে পারবেন।

Train

রেল কর্তারা জানিয়েছেন, প্রায় 110 টি করে আসন রয়েছে প্রতি কোচে। পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে স্লিপার কোচকে। লোয়ার বার্থ, সেকেন্ড মিডল বার্থ, থার্ড আপার বার্থ, ফোর্থ সাইড লোয়ার বার্থ এবং ফিফথ সাইড আপার বার্থ, এই অপশন থেকে যাত্রীরা নিজেদের পছন্দের আসন বেছে নিতে পারবেন। রেলের দাবি, নতুন এই সফটওয়্যার প্রস্তুত হয়ে গেছে। এই সুবিধা চালু হলে যাত্রীরা পছন্দের সিট বেছে নেওয়ার বিকল্প পাবেন।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর