নিত্যযাত্রীদের মাথায় হাত! ফের একগুচ্ছ ট্রেন বাতিল শনি-রবিবার! বিপদে পড়ার আগে দেখে নিন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক অতীতে ট্রেন বাতিল (Train Cancellation) যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। হাওড়া (Howrah) ও শিয়ালদা (Sealdah) ডিভিশনে গত কয়েকমাসে বারংবার বাতিল হয়েছে একাধিক ট্রেন। কখনো সিগন্যালিংয়ের কাজ আবার কখনো অন্যান্য কাজের জন্য গত কয়েকমাসে হাওড়া ডিভিশনে বাতিল হয়েছে সবথেকে বেশি ট্রেন।

166 local, 64 express trains cancelled for 10 consecutive days.

এবার কালীনারায়ণপুর স্টেশনে কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) বাতিল থাকতে চলেছে শিয়ালদা ডিভিশনে। পাশাপাশি আগামী শনি ও রবিবার সময় পরিবর্তন করা হচ্ছে কিছু ট্রেনের। নিয়ন্ত্রণ করা হবে কিছু ট্রেনের যাত্রাপথও। আগামী ৭ ও ৮ ডিসেম্বর (শনি ও রবিবার) শিয়ালদা ডিভিশনে কোন কোন ট্রেন বাতিল (Train Cancellation) থাকতে চলেছে জেনে নেওয়া যাক।

সপ্তাহান্তে বাতিল বহু ট্রেন (Train Cancellation)

৭ ডিসেম্বর (শনিবার) কোন কোন ট্রেন বাতিল:

শিয়ালদহ থেকে শান্তিপুর রুটে আপ 31539/ ডাউন 31538, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর রুটে আপ 31843 / ডাউন 31838, শিয়ালদহ থেকে লালগোলা রুটে আপ 03191/ ডাউন 03190।

Train Cancellation

৮ ডিসেম্বর (রবিবার) কোন কোন ট্রেন বাতিল:

রানাঘাট থেকে কৃষ্ণনগর রুটে আপ 31721, 31723 / ডাউন 31722, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর রুটে আপ 31811/ ডাউন 31812, 31816, রানাঘাট থেকে শান্তিপুর রুটে আপ 31785/ ডাউন 31788, রানাঘাট থেকে লালগোলা রুটে আপ 31765/ ডাউন 31768, শিয়ালদহ থেকে শান্তিপুর রুটে আপ 31511/ ডাউন 31514।

আরোও পড়ুন : লক্ষ্য কাশ্মীরের ১৭ টি মন্দির! এবার বিরাট সিদ্ধান্ত নিল ওমর সরকার, রইল আপডেট

এছাড়াও শনি ও রবিবার বেশকিছু ট্রেনের যাত্রাপথ ও সময়সীমা নিয়ন্ত্রণ করার কথা জানানো হয়েছে রেলের তরফ থেকে। শনিবার নিয়ন্ত্রণ করা হবে 31541 শিয়ালদহ-শান্তিপুর লোকাল, 31512 শান্তিপুর-শিয়ালদহ লোকাল। রবিবার নিয়ন্ত্রিত হবে ০৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর