বাড়বে দুর্ভোগ, আগামী ১০ দিন হাওড়া-বর্ধমান শাখায় বাতিল বহু লোকাল! দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বন্ধ থাকবে আগামী ১০ দিন। এই ব্যাপারে রেলের (Indian Railways) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার পূর্ব রেলের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেল ট্র্যাকের পরিবর্তন ও বৈদ্যুতিক কাজের জন্য বাতিল (Cancellation) করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন ও যাত্রাপথ সংকোচন করা হয়েছে কিছু ট্রেনের।

বর্ধমান ও লিলুয়ার মধ্যে পাওয়ার ব্লক ও ট্রাফিকের কাজ চলবে আগামী ১১ ই মে থেকে ২০ মে, ২০২৩ পর্যন্ত। এক নজরে দেখে নেওয়া যাক এই দশ দিন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে-

• হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল: 37611, 37815, 37343, 36071, 37011, 36825।

• বর্ধমান থেকে যে ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল: 37834, 37840। এছাড়াও পান্ডুয়া থেকে বন্ধ থাকবে ট্রেন নম্বর 37614। তারকেশ্বর থেকে 37354, গুড়াপ থেকে 36072, শ্রীরামপুর থেকে 37012 নম্বর ট্রেন চলবে না।

train canceled

প্রসঙ্গত, বর্ধমান স্টেশনে ১০০ বছরের পুরনো ব্রিজ ভেঙে অত্যাধুনিক একটি ব্রিজ তৈরি করা হচ্ছে। এই কাজের ফলে এখানকার ট্রেন যাত্রীদের পড়তে হচ্ছে অসুবিধার মুখে। ইন্টারলকিং, পাওয়ার ব্লকের কাজের জন্য চলতি বছরের গোড়া থেকেই সমস্যা ভোগ করছেন হাওড়া-বর্ধমান মেন, কর্ড, হাওড়া-ব্যান্ডেল রুটের ট্রেন যাত্রীরা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর