হাওড়া-শিয়ালদহ সহ দেশজুড়ে বাতিল চারশোর বেশি ট্রেন! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : কাছে হোক বা দূরে, প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের জন্য সবচেয়ে সস্তার মাধ্যম হলো ট্রেন। ভারতীয় রেলওয়ে (Indian Railway) কর্তৃপক্ষ যাত্রী সাধরনের সুবিধার্থে নানান ব্যবস্থা চালু করলেও মাঝেমধ্যেই ট্রেন বাতিলের কারণে দুর্ভোগের শিকার হতে হয় নিত্যযাত্রীদের। তবে, আগে থেকে ট্রেন বাতিল (Train cancellation) বা অন্যরুটে ট্রেন ঘুরিয়ে দেওয়ার খবর জানা থাকলে বেশ খানিকটা সুবিধা হয় বৈকী। প্রতিদিন সকাল ৮টায় বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করে রেল। যেখানে বিভিন্ন কারণে ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া এবং নতুন সূচির তথ্য পাওয়া যায়।

আজ ১৫ ফেব্রুয়ারি ভারতীয় রেলের তরফে ৪৬৮টি ট্রেনের চাকা গড়াবে না বলেই জানা গিয়েছে। তার মধ্যে ৪১৬টি ট্রেন সম্পূর্ণ বাতিল এবং ৫২টি ট্রেন আংশিকভাবে বন্ধ করা হয়েছে। একই সময়ে, ৪৭টি ট্রেন এবং শুধুমাত্র ৬টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রেলের তরফে প্রকাশিত তালিকায় বিভিন্ন রাজ্যের রুটে বিভিন্ন কারণে বাতিল হওয়া ট্রেন রয়েছে।  দিল্লি, ইউপি, বিহার, পঞ্জাব থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন রাজ্যের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

free wifi train

নীচে উল্লেখযোগ্য কয়েকটি ট্রেনের নাম উল্লেখ করা হলো :

00109 SGLA-MFP PEXP SPL
SANGOLA (SGLA) – MUZAFFARPUR JN (MFP) PEXP 00:05

01539 PUNE STR DMU
PUNE JN (PUNE) – SATARA (STR) PSPC 18:30, 01540 STR-PUNE DMU
SATARA (STR) – PUNE JN (PUNE) PSPC 06:20

01541 STR KOP DMU
SATARA (STR) – KOLHAPUR (KOP) PSPC 05:40

01542 KOP-STR DMU
KOLHAPUR (KOP) – SATARA (STR) PSPC 17:00

01583 TGN-PUNE EMU
TALEGAON (TGN) – PUNE JN (PUNE) SSPC 00:35

01590 PUNE-TGN EMU
PUNE JN (PUNE) – TALEGAON (TGN) SSPC 23:15

01605 PTK-JMKR EXP SPL
PATHANKOT (PTK) – JAWLMUKHI ROAD (JMKR) PSPC 17:15

01606 PTK-JMKR EXP SPL
JAWLMUKHI ROAD (JMKR) – PATHANKOT (PTK) PSPC 04:35

01607 PTK-JDNX SPL
PATHANKOT (PTK) – JOGINDER NAGAR (JDNX) PSPC 02:05

01608 BJPL-PTK EXP SPL
BAIJNATHPAPROLA (BJPL) – PATHANKOT (PTK) PSPC 04:00

01625 DUI-BTI MEXP SPL
DHURI JN (DUI) – BHATINDA (BTI) PSPC 04:10

01626 BTI-DUI MEXP SPL
BHATINDA (BTI) – DHURI JN (DUI) PSPC 21:10

01823 VGLB-LKO UNRSRVED EXP SPL
VIRANGANA LAKSHMIBAI RAILWAY STATION (VGLB) – LUCKNOW (LKO) PSPC 04:10

01824 LKO-VGLB UNRSRVED EXP SP
LUCKNOW (LKO) – VIRANGANA LAKSHMIBAI RAILWAY STATION (VGLB) PSPC 16:25

03051 HWH- BWN MEMU PGR SPL
HOWRAH JN (HWH) – BARDDHAMAN (BWN) PSPC 01:50

দুর্ভোগ এড়ানোর জন্য ট্রেনে যাতায়াতের আগে যাত্রীদের বাতিল ট্রেনের তালিকা চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাত্রার আগে, যাত্রীরা রেলওয়ে হেল্পলাইন ১৩৯-র মাধ্যমে ট্রেন সংক্রান্ত আপডেটও পেতে পারেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর