আগামীকাল থেকে দুর্ভোগ শুরু যাত্রীদের, টানা ৪ দিন বাতিল থাকবে লোকাল ট্রেন!

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় অফিস হোক কিংবা দূরে কোথাও ভ্রমণ সকলেরই প্রথম পছন্দ ট্রেন। ভারতের যাতায়াত ব্যবস্থার মেরুদণ্ড হচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। শুনলে অবাক হবেন, বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্কের স্থান দখল করে নিয়েছে ভারতীয় রেল। শুধু তাই নয়, এই দুর্মূল্যর বাজারে একমাত্র কম খরচায় আপনার গন্তব্যে পৌঁছে দেয় এই যান। বিশেষ করে নিত্য অফিস যাত্রীদের জন্য   লোকাল ট্রেনের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। কিন্তু এই আবহেই শোনা যাচ্ছে, বাতিল হতে চলেছে এক গুচ্ছ লোকাল ট্রেন।

বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন (Indian Railways):

অফিস যাত্রীদের পড়তে হতে পারে ভোগান্তির মুখে। কারণ আবারও একবার লোকাল ট্রেন বাতিল থাকতে চলেছে। তাও আবার এক, দু’দিন নয় টানা চারদিন বাতিল থাকবে। মূলত হাওড়া-ব্যান্ডেল শাখার লোকাল ট্রেন বাতিল থাকবে। জানা গিয়েছে, ২৩ জানুয়ারি থেকে রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারি পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল শাখার একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। যার ফলে প্রবল ভোগান্তির মুখে পড়তে হতে পারে যাত্রীদের।

Cancelled local train in Sealdah division

কি কি ট্রেন বাতিল থাকছে এই দিন: তথ্যসূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে ব্যান্ডেল শাখায় ১৫ জোড়া ট্রেন বাতিল থাকছে। উল্টোদিকে শেওড়াফুলি থেকে হাওড়া শাখায় ১১ জোড়া, বেলুড় থেকে হাওড়া ২ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকছে। শুধু তাই নয়, হাওড়া থেকে শ্রীরামপুরে ২ জোড়া লোকাল ট্রেন (Indian Railways) বাতিল করা হয়েছে। একইসাথে এই কয়েকদিন বাতিল থাকছে ব্যান্ডেল হাওড়া লেডিজ স্পেশাল, মাতৃভূমি লোকালও।

আরোও পড়ুন : সিরিয়ালের শেষ দিনে ফিরলেন নায়ক, ৭৬৭ পর্বে এসে গল্প ফুরোলো জলসার মেগার

কেন বাতিল থাকছে ট্রেন: জানা গিয়েছে, সালকিয়ায় ১২০ বছরের পুরনো বেনারস ব্রিজ এবং হাওড়া ময়দানের কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ  ভেঙে ফেলা হবে। আসলে বেনারস ব্রিজের নিচে ট্রেন চলাচলের জন্য ৩৬ মিটার জায়গা ছিল, সেটা বাড়িয়ে ৬৬ মিটার করা হবে। একইভাবে চাঁদমারি ব্রিজের নিচে লাইনের জন্য জায়গা ছিল ৬০ মিটার। তা বাড়িয়ে ১৩৪ মিটার করা হবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, “বেনারস রোড ব্রিজ এবং চাঁদমারি ব্রিজের পাশে চওড়া কেবল ব্রিজ তৈরির কাজ চলছে। পুরানো ব্রিজগুলি ভেঙে ফেলা হবে। এতে করে হাওড়া স্টেশনে ঢোকা, বেরোনোর লাইনের সংখ্যা এবং সিগনাল পয়েন্টের সংখ্যা বাড়ানো যাবে।” আর এই কাজের জন্যই মূলত এই শাখার লোকাল ট্রেনগুলি (Indian Railways) বাতিল করা হচ্ছে।

Train cancelled for 4 days in Indian Railways

পূর্ব রেল আরও জানিয়েছে, হাওড়া রেল ইয়ার্ডের কাছে চারতলা বাড়ি বানানো হবে। সেখান থেকেই ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও কবজ সিস্টেম চালু করা হবে বলে জানা গিয়েছে। আসলে, হাওড়া স্টেশনে পূর্ণ দৈর্ঘ্যের একাধিক প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। আর সেজন্য ট্রেন যাতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে না যায় সেই ব্যবস্থাই করছে রেলের (Indian Railways) পক্ষ থেকে। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর