এ কী অবস্থা! দূরপাল্লা থেকে শুরু করে লোকাল, লাইন দিয়ে ট্রেন দাড়িয়ে হাওড়া স্টেশনে; দেখুন কী হল

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার দুর্ভোগের সম্মুখীন রেল যাত্রীরা। হাওড়া স্টেশনের খুব কাছেই সিগন্যাল পয়েন্ট ভেঙে গিয়ে চরম বিপত্তি। এরফলে ট্রেন চলাচল বন্ধ হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত মেরামতির কাজ চলছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, শুরু হয়ে গেছে সিগন্যাল সারানোর কাজ। চেষ্টা হচ্ছে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার।রেল সূত্রে জানা গেছে, টিকিয়াপাড়া কারশেডের কাছে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভেঙে যায় রেল সিগন্যাল পয়েন্ট। 

আরোও পড়ুন : DA নিয়ে বিরাট সুখবর! ৩০ মার্চই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা, কে কত পাবেন?

এরফলে ব্যাহত হয় এক থেকে ছয় নম্বর প্ল্যাটফর্মের ট্রেন চলাচল। খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়াররা পৌঁছান ঘটনাস্থলে। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় কাজ। বন্ধ রয়েছে ২২টি লোকাল ট্রেন। উইকেন্ড ও দোল-হোলি কাটিয়ে আজ থেকে শুরু হয়েছে স্বাভাবিক কর্মজীবন।

আরোও পড়ুন : মিমি-নুসরতই নেই TMC-র তারকা প্রচারকের লিস্টে! BJP-র তালিকায় রয়েছে বিরাট চমক

স্কুল-কলেজ ও অফিস খুলে গেছে আজ থেকে। স্বাভাবিকভাবেই ট্রেনের উপর চাপ বেড়েছে নিত্যযাত্রীদের। অফিস টাইমে এভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখোমুখি হয়েছেন তাঁরা। ট্রেন না পেয়ে কেউ কেউ ঘুর পথে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।

howrah sealdah train

সকাল থেকে বন্ধ ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল ট্রেন। বন্ধ রয়েছে আপ ট্রেন। হাওড়া থেকে ব্যান্ডেলে প্রায় পঞ্চাশ মিনিট দেরিতে ঢুকেছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস। অনিয়মিতভাবে চলছে ডাউনে বর্ধমান লোকাল। সব মিলিয়ে বলা যায়, রেল পরিষেবা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর