চরম দুঃসংবাদ! সপ্তাহন্তে বাতিল শিয়ালদা রুটে প্রচুর ট্রেন! মাথায় হাত নিত্য যাত্রীদের! দেখুন তালিকা….

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহ শেষে চিন্তা বাড়ল ট্রেন যাত্রীদের। চলতি সপ্তাহের শনি ও রবিবার শিয়ালদা ডিভিশনের বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন (Local Train)।

একাধিক ট্রেন বন্ধ (Train Cancelled) শিয়ালদা লাইনে

রেল (Indian Railways) সূত্রে জানা গেছে, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে ৩৮ টি লোকাল ট্রেন বাতিল (Train Cancelled) থাকছে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত। রেল সূত্রে খবর, ব্রিজ রক্ষণাবেক্ষণের  কাজ চলবে শনিবার রাত সাড়ে দশটা থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত।

আরোও পড়ুন : ধেয়ে আসছে অতিকায় গ্রহাণু! ভয় ধরাচ্ছে ISRO’র আপডেট! জানেন কতটা প্রভাব পড়বে পৃথিবীতে?

শনিবার যে ট্রেনগুলি বাতিল (Train Cancelled) করা হয়েছে:

• বনগাঁ-শিয়ালদা রুটে DN 33856, 33860/UP 33861, 33863।

• হাসনাবাদ-শিয়ালদা রুটে DN 33538/UP 33533।

Sealdah Local Train

রবিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে:

• হাসনাবাদ-শিয়ালদা রুটে DN 33512, 33514/UP 33511,33517।

• বনগাঁ-শিয়ালদা রুটে DN 33812, 33814, 33818, 33820/UP 33811, 33813, 33815, 33817।

• দত্তপুকুর-শিয়ালদা রুটে DN 33612, 33618 /UP 33613।

• লক্ষ্মীকান্তপুর-নামখানা রুটে DN 34924/UP 34923।

• মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর রুটে DN 30712/UP 30711।

• বনগাঁ-মাজেরহাট রুটে DN 30342।

• হাবরা-শিয়ালদা রুটে DN 33652/UP 33651।

• বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি আপ 30145।

• মাঝেরহাট-মধ্যমগ্রাম রুটে আপ 30357/DN 30358।

• মাঝেরহাট-বারাসাত রুটে আপ 30351।

• বারাসত-বনগাঁ রুটে আপ 33361।

• বারাসাত – শিয়ালদা রুটে DN 33432, 33434/UP 33431, 33435, 33439।

• বারাসাত – দত্তপুকুর রুটে  আপ 33357।

• দত্তপুকুর – শিয়ালদা রুটে DN 33616।

শনিবার বারাসাত থেকে সংক্ষিপ্ত রুটে চলবে বা সাময়িকভাবে বন্ধ থাকবে ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদা, 33859 শিয়ালদা-বনগাঁ।

রবিবার বারাসাত থেকে সংক্ষিপ্ত রুটে চলবে বা সাময়িকভাবে বন্ধ থাকবে বনগাঁ-শিয়ালদা: 33816, 33822, 33824, 33826। হাসনাবাদ-শিয়ালদা: 33516, 33518। হাবড়া-শিয়ালদা: ৩৩৬৫৪। বনগাঁ-মাঝেরহাট: 30344। হাসনাবাদ-বিবাদী বাগ: 30322।হাসনাবাদ- মাঝেরহাট: 30324। শিয়ালদা-বনগাঁ: 33819, 33821, 33823। শিয়ালদা-হাসনাবাদ: 33513, 33515, 33519। শিয়ালদা-হাবরা: 33653। শিয়ালদা-গোবরডাঙ্গা: 33681। মাঝেরহাট-দত্তপুকুর: 30317। শিয়ালদা-দত্তপুকুর: 33617। মাঝেরহাট-হাসনাবাদ: 30361।মাঝেরহাট-হাবড়া: 30333।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X