বাংলাহান্ট ডেস্ক : রবিবার ভোরে ফের একবার ট্রেন দুর্ঘটনা (Train Accident)। দুর্ঘটনার জেরে ঝরল রক্ত। আজ ভোরে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় পাঞ্জাবের (Punjab) সিরহিন্দের মাধোপুরের কাছে। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন ২ জন লোকো পাইলট। এই ট্রেন দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।
তাতেই দেখা যাচ্ছে মালবাহী ট্রেনের বগিগুলি এদিক-ওদিকে ছড়িয়ে রয়েছে। ইঞ্জিন ছিটকে গিয়ে পড়েছে রেল লাইনের উপর। আবার একটি মালবাহী ট্রেনের বগির উপর উঠে গেছে একটি ইঞ্জিন। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা দেখে অনেকেই চমকে উঠেছেন। অনেকেরই মনে পড়ে যাচ্ছে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথা।
আরোও পড়ুন : একটা সময়ে ভারতে নেতাজির ছবি সহ ছাপা হত নোট! স্বীকৃতি দিয়েছিল এই দেশগুলি
ফতেগড় সাহিবের সিরহিন্দ রেল স্টেশনের অদূরে মাথোপুর চৌকির কাছে রবিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুটি মাল গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন দুর্ঘটনার ফলে উল্টে যায়। মাল গাড়ির কামরাগুলি দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি যাত্রীবাহী ট্রেন।
আরোও পড়ুন : বিজেপি ক্ষমতায় এলে কী হতে চলেছে? বিরাট হুঁশিয়ারি সুকান্তর, তোলপাড় বাংলা
আহত ২ লোকো পাইলট হলেন সাহারানপুর-এর বিকাশ কুমার (৩৭) ও সাহারাপুরের (উত্তর প্রদেশ) হিমাংশু কুমার। তাদের নিয়ে যাওয়া হয়েছে ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে। গুরুতর আহত পাতিয়ালা রাজিন্দ্রকে আবার স্থানান্তরিত করা হয়েছে অন্য হাসপাতালে।
অনেকেই বলছেন এটি যদি মালবাহী গাড়ি না হয় যাত্রীবাহী গাড়ি হত তাহলে কী ভয়ংকর দুর্ঘটনাই না ঘটত! তবে এখনো জানা সম্ভব হয়নি ঠিক কী কারণে এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই দুর্ঘটনার কারণ হতে পারে সিগন্যালিংয়ের সমস্যা বা ভুল সিগন্যাল। এই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।