Train Lockdown: ৩১ মার্চ পর্যন্ত বন্ধ হল সমস্ত রেল পরিষেবা!

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Corona Virus) কারণে ভারতীয় রেলওয়ে (Indian Railways) ৩১ মার্চ পর্যন্ত সমস্ত ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত মেইল, এক্সপ্রেস আর প্যাসেঞ্জার ট্রেন ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এর সাথে সাথে রেল তাঁদেরও ট্রেনের ভাড়া ফেরত দেওয়ার নিয়মে ছাড় দিতে চলেছে যারা ২১ মার্চ থেকে ২১ জুনের মধ্যে ট্রেনের যাত্রা করার জন্য টিকিট বুক করিয়েছিল।

একটি আদেশ জারি করে বলা হয়েছে যে, ২১ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত যদি ট্রেন রদ করা হয়, থাওলে তিন মাসের মধ্যে টিকিট কাউন্টারে টিকিট দেখিয়ে ভাড়া ফেরত নেওয়া যেতে পারে। বর্তমানে এই সময় তিনদিন অথবা ৭২ ঘণ্টা পর্যন্ত লাগু আছে।

ট্রেন রদ করা আর যাত্রীদের দ্বারা যাত্রা ক্যান্সেল করার পরিস্থিতিতে যাত্রার তারিখের তিন মাসের ভিতরে টিকিট কমার রসিদ (টিডিআর) জমা করা যেতে পারে।

Koushik Dutta

সম্পর্কিত খবর