ওভার হেডের তার ছিঁড়ে বিপর্যস্ত ট্রেন চলাচল

সৌগত মন্ডল,রামপুরহাট-বীরভূম ঃদীর্ঘ ঝাপসা গরমের দাপট থেকে কিছুটা হলেও স্বস্তি পেল বীরভূমবাসি। আজ সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় ও বৃষ্টি শুরু হয়।

ঝড়ের প্রভাব এতটাই ছিল যে বড়ো বড়ো গাছ পড়ে যায় ,যার ফলে অনেক ক্ষয়-ক্ষতি হয়। বোলপুর-শান্তিকেতনে বড়ো বড়ো গাছ পড়ে যাওয়ার ফলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ফলে ,এখন শান্তিকেতন বিদ্যুৎহীন।অন্য দিকে প্রান্তিক স্টেশনে ওভার হেডের তার ছিঁড়ে বিপর্যস্ত ট্রেন চলাচল ।

2e117 screenshot 20190513 230724বোলপুরে সুপার মার্কেটের কাছে একটি বড় বট গাছ ভেঙে পড়ে ঝড়ের কারণে। বটগাছে চাপা পড়ে দুমড়ে যায় বেশ অনেক গুলি গাড়ি।

সম্পর্কিত খবর