‘স্যার আমার বোনের পরীক্ষা, কিন্তু ট্রেন ২ ঘণ্টা লেট!” যুবকের ট্যুইটের পর ঝড়ের গতিতে চলল রেল

বাংলা হান্ট ডেস্কঃ ‘স্যার, আমার বোন BTC এর পরীক্ষা দেবে, কিন্তু যেই ট্রেনে তাঁর রিজার্ভেশন আছে সেটি আড়াই ঘণ্টা লেট। ওঁর মনে হয় আর পরীক্ষা দেওয়া হবে না।” এই ভাবুক ট্যুইট উত্তরপ্রদেশের এক যুবক বুধবার সকালে রেলওয়েকে ট্যাগ করে করে। তারপর একটু পরেই ট্রেনের গতি বেড়ে যায়, আর ট্রেন বারাণসী পৌঁছে যায়। ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণে ওই যুবকের বোন সময়ের মধ্যেই কলেজে পৌঁছে পরীক্ষা দিতে পারে। এই প্রশংসনীয় কাজের জন্য ওই ছাত্রী এবং তাঁর ভাই ভারতীয় রেলকে ধন্যবাদ জানিয়েছে।

গাজীপুর জেলার নাজিয়া তবসসুম BTC এর ছাত্রী। বুধবার তাঁর পরীক্ষা বারাণসীর বল্লভ বিদ্যাপীঠ ইন্টার কলেজে দুপুর ১২ টা থেকে ছিল। তবসসুম ছাপরা বারাণসী সিটি এক্সপ্রেসে (05111) মউ থেকে বারাণসী পর্যন্ত রিজার্ভেশন করিয়েছিল। ট্রেন মউ জংশনে সকাল ৬ঃ২৫ মিনিটে পৌঁছানর কথা ছিল। কিন্তু ট্রেন আড়াই ঘণ্টা দেরি করে স্টেশনে আসে।

তখন তবসসুম তাঁর ভাই আনোয়ারকে ট্রেন দেরি করে বারাণসী পৌঁছানর আশঙ্কা জাহির করে। এরপর আনোয়ার রেলওয়েকে ট্যুইট করে ট্রেনের নম্বর দিয়ে সমস্যার কথা জানায়। রেলের আধিকারিকরা আনোয়ারের সমস্যা বুঝে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় আর ট্রেনের গতি বাড়িয়ে সময়ের ঘাটতি পূরণ করার আদেশ দেয়। এরপর ট্রেনের পাইলট ট্রেনের গতি বাড়িয়ে মউ থেকে দুই ঘণ্টার মধ্যে বারাণসী পৌঁছে যায়।

https://twitter.com/anwar_jamal_/status/1356840310698090496

ট্রেনের এই অসাধারণ কাজের জন্য নাজিয়া তবসসুম সঠিক সময়ে কলেজে পৌঁছাতে পারে আর পরীক্ষা দিতে পারে। PRO আশক কুমার বলেন, যাত্রীদের সমস্যা দূর করা আমাদের প্রথম কাজ। আমরা খবর পেয়েই ওই ছাত্রীর সমস্যা সমাধানের চেষ্টায় লেগে পড়ি।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর