গড়িয়ায় লাইনে ফাটলের জেরে বাতিল লোকাল, চরম দুর্ভোগে শিয়ালদহ দক্ষিণের যাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : গতকাল মে দিবস উপলক্ষে ছিল ছুটি। সেই অর্থে এই সপ্তাহে আজই প্রথম কর্ম দিবস। তবে সপ্তাহের প্রথম কর্ম দিবসেই বিঘ্ন ঘটলো শিয়ালদহ দক্ষিণের (Sealdah South Division) ট্রেন চলাচলে। রেল পরিষেবা বিপর্যস্ত হল দিনের শুরুতেই। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, একটি ফাটল নজরে এসেছে গড়িয়া স্টেশনের কাছে।

ফলে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা (Train services)। রেল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেরামতির কাজ শুরু করেন। লাইনে ফাটলের ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল হয়েছে ৮টা ৩২ মিনিটের ক্যানিং থেকে শিয়ালদা মাতৃভূমি লোকাল সহ চার জোড়া লোকাল। অপরদিকে জানা গেছে, গাছ পড়ে গিয়েছিল দক্ষিণ শাখার গড়িয়ার লাইনে।

সেইকারণেও ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়। জানা গিয়েছে এই অসুবিধার কারণে নির্দিষ্ট সময় থেকে কিছুটা পরে ছাড়ে দক্ষিণ শাখার ক্যানিংয়ে ট্রেনগুলি। ক্যানিং থেকে সকাল ৭টা বেজে ৫০ মিনিটের ট্রেন আজ ছেড়েছে ৮টা ২০ মিনিটে। শেষ খবর অনুযায়ী ৮টা ২০ মিনিটের ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে স্টেশনে।

দিনের শুরুতেই এভাবে ট্রেনের গোলযোগের কারণে ব্যাপক সমস্যায় পড়েন অফিস যাত্রীরা। মাতৃভূমি লোকাল বাতিলের ফলে চরম সমস্যায় পড়েন মহিলা যাত্রীরা। গড়িয়া সহ শিয়ালদা দক্ষিণের বেশ কিছু স্টেশনে দাঁড়িয়ে থাকে বিভিন্ন লোকাল ট্রেন। এর ফলে নাজেহাল অবস্থা অফিস যাত্রীদের। একাধিক স্টেশনে সেটা ঘোষণাও করা হয়।

Garia

মেরামতির কাজ শেষ হলে তারপর শুরু হয় ট্রেন চলাচল। স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। তবে পুরো পরিষেবা স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যাবে। সব মিলিয়ে নাকাল হন অফিস যাত্রীরা। অনেকেই সময়ে পৌঁছতে পারেননি গন্তব্যে বলে অভিযোগ। আবার অনেকে পরিস্থিতি বিচার করে সড়ক পথ ধরে গন্তব্যে রওনা হন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর