বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার বড়সড় বিপত্তির সাক্ষী থাকলে হাওড়া স্টেশন। বন্ধ হয়ে গেল ট্রেন পরিষেবা। এদিন দিনের ব্যস্ততম সময়ে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর (Howrah Kharagpur) শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে যায়। সূত্রের খবর, ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার কারণে বিপত্তি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে সমস্যার সমাধান করার চেষ্টায় ইঞ্জিনিয়াররা।
সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন বিকেলের দিকে হাওড়া কারশেডের নিকট ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পৌঁছেছেন ইঞ্জিনিয়াররা। তবে দীর্ঘক্ষণ ধরে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার কারণে অফিস যাত্রীদের পাশাপাশি অন্যান্য মানুষদের দুর্ভোগ চরমে ওঠে।
ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনায় লোকাল ট্রেনের পাশাপাশি বহু দূরপাল্লার ট্রেন পর্যন্ত দাঁড়িয়ে পড়ে। ফলকনামা এক্সপ্রেস, ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস থেকে শুরু করে হাওড়া পুরুলিয়া, হাওড়া আদ্রা, হাওড়া টাটা স্টিল এক্সপ্রেস ট্রেনগুলি আটকে পড়ে। দুর্ভোগে মানুষ। হাওড়া স্টেশনের চারদিকে ভিড় থাকে চোখে পড়ার মতো।
ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চারিদিকে অসংখ্য ভিড় জমে যায়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরিষেবা ব্যাহত হওয়া প্রসঙ্গে এক যাত্রী বলেন, “এক ঘন্টা ধরে কোন ট্রেন নেই। তারপরে জানতে পারলাম যে, তার ছিঁড়ে যাওয়ার কারণে এই সমস্যা হয়েছে। অত্যন্ত দুর্ভোগের শিকার হয়ে চলেছি।
তিনি আরো বলেন, “বিকেল থেকে বন্ধ রয়েছে একাধিক ট্রেন। অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে। তা সত্ত্বেও রেল কর্মীরা তাদের কাজ করছে না। যদি তারা সময়মতো কাজ করতো, তবে এ দুর্ভোগ হতো না।”