ট্রেনে ওঠার আগেই টিকিট হারিয়ে বা ছিঁড়ে গেছে? একটুও ঘাবড়াবেন না! জাস্ট এই কাজটা করে ফেলুন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ব্যবস্থায় সবথেকে বেশি গুরুত্ব রয়েছে রেলের। রেল ব্যবস্থা আজ পৌঁছে গিয়েছে দেশের প্রতিটি কোণায়। রেল বোর্ড দেশের বিভিন্ন জায়গায় তৈরি করছে নতুন নতুন রেলপথ, টানেল, রেলব্রিজ। কার্যক্ষেত্রে যাওয়া হোক কিংবা রেলে চেপে অন্য কোনো কাজ, সাধারণ যাত্রীদের কাছে সস্তায় ভ্রমণের সেরা মাধ্যম রেল ব্যবস্থা। 

ট্রেনের টিকিট (Train Ticket) নিয়ে জরুরি তথ্য

ট্রেনের টিকিট (Train Ticket) হিসেবে কাগজের টিকিট দেওয়া হয়ে থাকে যাত্রীদের। কিন্তু কখনো ভেবে দেখেছেন ট্রেনে ওঠার আগেই যদি ট্রেনের টিকিটটি ছিঁড়ে যায় তখন কী হবে? এই ঘটনার সম্মুখীন যদি হন তাহলে ভয় পাবেন না। বলে রাখা ভালো এই অবস্থায় আপনি সাধারণ যাত্রীদের মতই ট্রেন সফর করতে পারবেন।

Now the indian railways has started a new rule

 

এমনকি অনেকক্ষেত্রে দেখা যায়, ট্রেনের টিকিট হারিয়ে যায়। সেক্ষেত্রেও আতঙ্কিত হওয়ার দরকার নেই। এই বিষয়টি আপনাকে জানাতে হবে ভারতীয় রেলের রিজার্ভেশন কেন্দ্রে। আপনার আবেদনের প্রেক্ষিতে জারি করা হবে ডুব্লিকেট টিকিট। আসল টিকিটের মতই এই ডুপ্লিকেট টিকিটটিও সমানভাবে গ্রহণযোগ্য।

আরোও পড়ুন: ধনতেরাসের আগে ঊর্ধ্বমুখী সোনার দাম! কলকাতার লেটেস্ট প্রাইস কত?

ডুপ্লিকেট টিকিটের জন্য যাত্রীদের অবশ্য কিছু পরিমাণ অর্থ প্রদান করতে হয় রেলকে। তার বিনিময়ে যাত্রীদের দেওয়া হয় একটি স্লিপ। স্লিপার ক্লাস বা সেকেন্ড ক্লাস ছাড়া অন্য শ্রেণীতে ভ্রমণ করার আগে আপনার যদি টিকিট (Train Ticket) হারিয়ে যায় তাহলে আপনাকে প্রদান করতে হবে ১০০ টাকা।

Once the train ticket is confirmed, then pay, IRCTC's great service starts

তারপর আপনাকে ভারতীয় রেল (Indian Railways) একটি ডুপ্লিকেট টিকিট প্রদান করবে। যদি আপনার আসল ট্রেনের টিকিট (Train Ticket) ছিঁড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ডুপ্লিকেট টিকিট পেতে আপনাকে খরচ করতে হবে ২৫ টাকা। তাই অকারণে চিন্তা করার কোন দরকার নেই।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর