বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সাচ্ছন্দ্য ও আধুনিকতার জন্য একের পর এক নতুন ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। দীর্ঘ প্রচেষ্টার পর দেশের ৮৫ শতাংশ রেললাইনে বৈদ্যুতিকরণ এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আরো কয়েক ধাপ এগিয়ে চালকবিহীন ট্রেন চালানো পরিকল্পনা করছে ভারতীয় রেল। এই ব্যবস্থা ইতিমধ্যেই মেট্রোরেলে শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, চালকবিহীন ট্রেনের ব্যবস্থা ধীরে ধীরে সাধারণ ট্রেনেও আসতে পারে। চালকবিহীন ট্রেন চালানোর জন্য ইতিমধ্যে দিল্লি মেট্রোর (ডিএমআরসি) সাথে চুক্তি হয়েছে ভারত ইলেকট্রনিকস লিমিটেড (বিইএল)- এর। চুক্তি অনুযায়ী মেট্রোর পাশাপাশি ভারতীয় রেলওয়ে চালকবিহীন ট্রেন চালানো হবে। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (আই-সিবিটিসি) তৈরি হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে।
জানা যাচ্ছে মোদি সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্পের জন্য এটি একটি বড় পদক্ষেপ হতে চলেছে। বিইএল এবং ডিএমআরসির পাশাপাশি এই প্রোজেক্টে থাকবে কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক। উল্লেখ্য, আমাদের শহর কলকাতায় যে মেট্রো গুলি চলাচল করে সেগুলি চালকবিহীন অবস্থাতেই পরিষেবা দিতে পারে। তবে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত চালক দিয়েই এই মেট্রো গুলি চালানো হয়।
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম দীর্ঘ রেল পথ রয়েছে ভারতে। ৬৮ হাজার ১০৩ কিলোমিটার দীর্ঘ এই রেল পথ এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা। প্রাচীন এই রেল ব্যবস্থাকে ঢেলে সাজাতে অটোমেটিক সিগন্যাল ও অন্যান্য অত্যধিক প্রযুক্তি কাজে লাগাচ্ছে রেল মন্ত্রক। সেই লক্ষ্যে অবিচল থেকেই এবার চালকবিহীন ট্রেন চালানোর কথা ভাবছে রেল।