শত্রু ড্রোন ধ্বংস করবে প্রশিক্ষিত চিল! ভারতীয় সেনার নয়া হাতিয়ার ঘুম উড়িয়েছে পাক সেনার

বাংলাহান্ট ডেস্ক : এবার ভারতীয় সেনায় (Indian Army) নিযুক্ত হল প্রশিক্ষিত ঈগল মতো পাখী চিল। চিলের ব্যবহার করে শত্রুদের ড্রোন শিকার করতে এই পাখিদের প্রথম ধরনের ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী।এবার ভারতীয় সেনাবাহিনী সামরিক অভিযানের জন্য কুকুরের পাশাপাশি প্রশিক্ষিত পাখীও ব্যবহৃত হবে বলে জানা যাচ্ছে। এই খবর নিশ্চিত করেছেন ভারতীয় সেনার কর্মকর্তারা।

এই ধরনের পাখীর ব্যবহার নিরাপত্তা বাহিনীকে সীমান্তের ওপার থেকে পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের ভারতীয় এলাকায় আসা ড্রোন আক্রমণের মোকাবেলায় সহায়তা করতে পারে।

   

সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে পাকিস্তান থেকে আসা ড্রোন জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে মাদক, বন্দুক এবং অর্থের চালান করেছে। গত ২৪ নভেম্বর, জম্মু ও কাশ্মীর পুলিশ জম্মুর সাম্বা জেলায় একটি পাকিস্তানি ড্রোন দ্বারা ফেলে দেওয়া অস্ত্র এবং ভারতীয় মুদ্রার একটি প্যাকেট উদ্ধার করেছে।

ভারতীয় সেনাবাহিনী উত্তরাখণ্ডের আউলিতে চলমান যৌথ প্রশিক্ষণ অনুশীলন যুদ্ধ অধ্যয়নের সময় শত্রু ড্রোনকে শিকার করতে এই পাখীর ব্যবহার প্রদর্শন করেছে।

তবে ভারতেই প্রথম নয়। ডিআর্তাগনান, অ্যাথোস, প্রোথোস এবং আরামিস নামের ৪ টি ঈগলকে সুরক্ষার কাজে ব্যবহার করে ফ্রান্স। ক্লাসিক সাহিত্যকর্ম থ্রি মাস্কেটিয়ার্স থেকে নামগুলো নেওয়া হয়েছে। এই ঈগলগুলো আকাশের যান্ত্রিক আগন্তুকগুলোকে বধের সুনিপুন প্রশিক্ষণ নিয়ে ফেলেছে। এখন থেকে তারা নিজেদের আকাশ পাহাড়া দিতে ডানা ছড়াবে।

ডিআর্তাগনান এক মিলিটারি কন্ট্রোল টাওয়ার থেকে উড়াল দেয়। সে মাত্র ২০ সেকেন্ডে ২০০ মিটার এলাকা টহল দিয়েছে। একটি ড্রোন ওড়ানো হয়। ওটাকে একেবারে তছনছ করে দিয়েছে সে। তার ভাই-বোনেরাও শিগগিরই আকাশে উড়বে শত্রুর ড্রোনের খোঁজে।

সেনাদের প্রশিক্ষিত এই শিকারী পাখিগুলোকে ড্রোনের খোঁজে ব্যস্ত রাখা হলেও তাদের ডিমের দিকেও দৃষ্টি রয়েছে কর্তৃপক্ষের। ডিম ফুটে ছানাদের বের করে আনার সুযোগও দেওয়া হবে তাদের। এরাই হবে ভবিষ্যতের আকাশের প্রহরী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর