গ্রাহকদের খুলবে কপাল? কমবে মোবাইল রিচার্জের খরচ? নতুন বছরের আগেই বড় নির্দেশিকা TRAI-এর

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে এই দুর্মূল্যের বাজারে মোবাইল রিচার্জের (Recharge Plan) চক্করে পকেট গড়ের মাঠ হচ্ছে গ্রাহকদের। কয়েক মাস আগেই কয়েক শতাংশ বৃদ্ধি পেয়েছে রিচার্জ। আর এই আবহে নতুন খবর দিল টেলিকম রেগুলেটারি অফ ইন্ডিয়া (TRAI)। খুব শীঘ্রই কমতে চলেছে রিচার্জের খরচ। যাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না, তারা শুধু ডেটা এবং কলিংয়ের সুবিধা নিতে পারবেন। এমনই পরিষেবা আনার নির্দেশিকা দিয়েছে ট্রাই। এই পরিষেবা পাওয়া গেলে প্রায় ১৫ কোটি গ্রাহক স্বস্তি পাবেন।

নতুন রিচার্জ প্ল্যান (Recharge Plan) আনার নির্দেশিকা ট্রাইয়ের :

বর্তমান সময় ইন্টারনেট পরিষেবা শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে রিচার্জ প্ল্যানেরও পরিবর্তন ঘটেছে। যেহেতু অধিকাংশ মানুষই ইন্টারনেট ব্যবহার করেন তাই যেকোনো প্ল্যানের ক্ষেত্রে এই সুবিধা অন্তর্ভুক্ত থাকে। আর ডেটা প্ল্যান থাকার কারণে রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দামটাও অনেকটাই বেশি থাকে।

Recharge plan are going to decrease as per TRAI's new guidelines

কিন্তু উল্টোদিকে দেখা যাচ্ছে, এখনো এমন অনেক গ্রাহক রয়েছেন যারা শুধু কলিং এবং এসএমএসের জন্য মোবাইল ব্যবহার করে থাকেন। তাদের নিত্যদিনের ডেটার প্রয়োজন পড়ে না। যার ফলে ইন্টারনেট ব্যবহার না করা সত্ত্বেও অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে তাদের। আর ঠিক এই কারণেই রিচার্জে বদল আনছে টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া।

আরও পড়ুনঃ  নতুন বছরে বাম্পার রিটার্ন দেবে আদানির এই কোম্পানির শেয়ার! বিনিয়োগ করলেই হবেন মালামাল

ঠিক কি বদল আনছে ট্রাই: TRAI-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, সকল টেলিকম অপারেটরদের স্পেশাল ভাউচার আনার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নতুন রিচার্জ প্ল্যানে (Recharge Plan) ইন্টারনেট ডেটা অন্তর্ভুক্ত থাকবে না। শুধুমাত্র থাকবে ভয়েস কল এবং মেসেজের সুবিধা। পাশাপাশি ৩৬৫ দিনও যাতে মানুষ এই সুবিধা পেতে পারেন, এরকম এসটিভি অনন্ত একটা আনতেই হবে, এমন নির্দেশও রয়েছে বলে জানা যায়। আর এই সুবিধা চালু হলে গ্রাহকদের অতিরিক্ত ইন্টারনেটের খরচ দিতে হবে না।

আরও পড়ুনঃ এটা গান না কবিতা! নন্দিনীর গানের ‘গুঁতো’য় বেসামাল নেটিজেনরা বলছেন, ‘এর থেকে তো রানু মণ্ডল…’

১৫ কোটি মোবাইল ব্যবহারকারীর স্বস্তির কারণ: TRAI-এর তথ্য অনুযায়ী, ভারতের ১৫ কোটি মোবাইল ব্যবহারকারী রয়েছেন যাদের ইন্টারনেট ডেটার প্রয়োজন পড়ে না। ফলে অতিরিক্ত খরচ করতে হয় তাদের। টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়ার এমন নির্দেশিকায় আশা দেখছেন ১৫ কোটি মোবাইল ব্যবহারকারী। চলতি বছরের জুন মাসে প্রত্যেকটি বেসরকারি সংস্থা ট্যারিফ রেট বৃদ্ধি করে। ফলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেই সমস্যার মুখে পড়েন। তাই রিচার্জ প্ল্যানে নমনীয়তা (Recharge Plan) আনতেই এমন সিদ্ধান্ত।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর