বাংলা হান্ট ডেস্কঃ ট্রাম (Tram) নিয়ে টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টে ঝুলছে মামলা। এরই মাঝে ট্রাম তুলে দিতে পিচ দিয়ে লাইন ঢেকে দেওয়ার অভিযোগ উঠল ট্রাম সংস্থার বিরুদ্ধে। ট্রামপ্রেমী সংগঠনের অভিযোগ, কলকাতা (Kolkata) পুরসভার জলের পাইপ সারাইয়ের কারণে অগস্ট মাসে টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে ২০ দিনের জন্য ট্রাম পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছিল। তবে কাজ শেষ হওয়ার এতদিন পরেও ও রুটে পরিষেবা চালু করেনি ট্রাম সংস্থা।
ট্রামের লাইন ঢাকা হচ্ছে পিচ দিয়ে! Tram
শহরের গুরুত্বপূর্ণ এই রুটে কোনো কারণ ছাড়াই ট্রাম পরিষেবা বন্ধ রাখার জন্য ক্ষোভে ফেটে পড়েছে ট্রামপ্রেমী সংগঠন। ট্রাম মামলা আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও রাজ্য নানা উপায়ে ট্রাম তুলে দেওয়ার চেষ্টা করছে, এই অভিযোগ তুলে এবং নগরীর বুকে বিভিন্ন রুটে ট্রাম ফেরানোর দাবিতে রবিবার টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে কলকাতা ট্রাম ইউজ়ার্স অ্যাসোসিয়েশন।
প্রসঙ্গত আগেও আদালতের সিদ্ধান্তের অপেক্ষা না করেই ট্রাম লাইন তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রশাসনের বিরুদ্ধে। সম্প্রতি গণপরিবহণের মাধ্যম হিসেবে ট্রামের ( Kolkata Tram) চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তার পরই কলকাতাটা বেশ কিছু রুটের ট্রামের ট্র্যাক তুলে ফেলার পাশাপাশি সেই জায়গায় পিচ দিয়ে বুজিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
আরও পড়ুন: ১০ টাকা দিলেই বাড়িতে পৌঁছে যাবে খাবার! রাজ্যের বুকে বিরাট উদ্যোগ! কারা পাবেন সুবিধা?
নগরীর বুকে ট্রাম থাকবে কি না সেই বিষয় বিবেচনা করতে গত বছর অগস্ট মাসে পরামর্শদাতা কমিটি গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে অভিযোগ, এক বছরের বেশি সময় ধরে ওই কমিটির কোনো বৈঠক হয়নি। গোটা বিষয়ে কলকাতা ট্রাম ইউজ়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস ভট্টাচার্য বলেন, ‘‘আদালতের সিদ্ধান্তের অপেক্ষা না করেই রাজ্য প্রশাসন জোর করে ট্রাম তুলে দিতে চাইছে।’’