বাংলা হান্ট ডেস্কঃ দেশের প্রাচীনতম হাইকোর্টে নয়া বিচারপতি আসছেন। দিল্লি হাইকোর্টের (Delhi High Court) থেকে বদলি হয়েছে কলকাতা কাইকোর্টে (Calcutta High Court) আসছেন বিচারপতি দিনেশ কুমার শর্মা। বৃহস্পরিবারই সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম তরফে বদলির সুপারিশ করা হয়েছে। অর্থাৎ নয়া বিচারপতি আসছেন কলকাতা হাইকোর্টে।
হাইকোর্টে আসছেন নয়া বিচারপতি-Calcutta High Court
বর্তমানে দিল্লি হাইকোর্টের ১৮তম প্রবীণ বিচারপতি হিসেবে রয়েছেন বিচারপতি শর্মা। যদিও দিল্লি হাইকোর্টে তিনি বেশি বছর নেই। ২০২২ সালেই দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচারপতি। পূর্বে দিল্লির জেলা ও সেশন বিচারক এবং দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার (ভিজিল্যান্স) হিসেবে কাজ করেছেন জাস্টিস শর্মা।
দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতিদের বদলির ধারাবাহিকতায় বিচারপতি শর্মাকে বদলির সুপারিশ করেছে কলেজিয়াম। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (Justice Sanjeev Khanna) নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিচারপতি যশবন্ত বর্মার বদলির সুপারিশ করা হয়েছিল দিল্লি হাইকোর্ট থেকে। এই বিচারপতির বাসভবনেই ১৪ মার্চ অগ্নিকাণ্ডের পর বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। যা নিয়ে এখনও তোলপাড় গোটা দেশ।
প্রসঙ্গত, বর্তমানে কলকাতা হাইকোর্টে ৪৬ জন বিচারপতি রয়েছেন। সম্প্রতি তিনজন অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন হাইকোর্টে। নয়া বিচারপতিদের মধ্যে একজন মহিলা বিচারপতিও রয়েছেন। জানিয়ে রাখি, কিছুদিন আগে রীতোব্রত কুমার মিত্র এবং বিচারপতি ওম নারায়ণ রাই এবং বিচারপতি স্মিতা দাস দে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
আরও পড়ুন: তরতরিয়ে এগোচ্ছে ভারত! এবার বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে? মুখ খুললেন মমতা
উল্লেখ্য, দীর্ঘ ১৬৩ বছরের ইতিহাসে এই প্রথমবার কলকাতা হাইকোর্ট একসঙ্গে ৮ জন মহিলা বিচারপতি রয়েছেন। যারা হলেন – বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি শম্পা সরকার, বিচারপতি শুভ্রা ঘোষ, বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় (দাস), বিচারপতি শম্পা দত্ত (পাল) এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়। পাশাপাশি কলকাতা হাইকোর্টে মোট ৩৮ জন পুরুষ বিচারপতি হিসেবে রয়েছেন।