ট্রেনে বৃহন্নলাদের জোরজুলুমের দিন শেষ! নয়া নিয়ম জারি রেলের, উপকৃত হবেন যাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে (Indian Railways) যাতায়াত করতে পছন্দ করেন না এমন মানুষ আমাদের দেশে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ধনী হোক অথবা গরিব, এক দেশ থেকে অন্য দেশে যেতে কিংবা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে প্রায় সকলেই ভরসা রাখেন ট্রেনে। তবে দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেনের অনেক সময় মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় বৃহন্নলাদের দাপাদাপি।

তাদের অত্যাচারে পকেট ফাঁকা হয়ে যায় যাত্রীদের। এমনকি অনেকেই বৃহন্নলাদের সেজে ট্রেনে চুরি কিংবা ভিক্ষাবৃত্তির নাম করে যাত্রীদের উপর নির্যাতন চালায়। ফলে অনেক সময় সমস্যায় পড়তে হয় নারীদের। তবে এবার এই ঘটনায় লাগাম টানতে চলেছে রেল দফতর। শনিবার আলিপুরদুয়ার DRM অফিসে একটি বৈঠক করে বৃহন্নলাদের ভিক্ষাবৃত্তিতে লাগাম তারা সিদ্ধান্ত নিল রেল দফতর।

alipurduar

এদিনের এই বৈঠকে রেল ডিভিশনের অন্তর্গত রেলওয়ে প্রটেকশন ফোর্স, জেনারেল রেল পুলিশ, বন বিভাগ এবং আবগারি দফতরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। রেলকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে যে অপরাধমূলক কাজকর্ম হয়ে চলেছে সে সমস্ত কাজকর্মে লাগাম টানতে করা হয় আলোচনা পর্যালোচনা।

বিভিন্ন অপরাধমূলক কাজের পাশাপাশি এদিনের এই বৈঠকে আলোচনা করা হয় বৃহন্নলাদের নির্যাতনের বিষয়টি নিয়েও। সাফ জানিয়ে দেওয়া হয় এবার থেকে ট্রেনে বৃহন্নলা বা তৃতীয় লিঙ্গের মানুষেরা আর ভিক্ষাবৃত্তি করতে পারবে না। টিকিট ছাড়া আলিপুরদুয়ার রেল ডিভিশনের অন্তর্গত এলাকায় কোন ট্রেনেই চড়তে পারবেননা তারা। যদি এই কাজ কেউ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

রেল দফতরের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেল যাত্রীরা। ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক রেলযাত্রী জানান, ‘ রেল দফতর যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট ভালো। আসলেই অনেক সময় বৃহন্নলাদের জন্য অস্বস্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের। আমরা সকলেই চেয়েছিলাম তাদের হাত থেকে মুক্তি পেতে’।

additiya

সম্পর্কিত খবর