লকডাউনে নিজেদের সাথে সাথে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এল রূপান্তরকামি সম্প্রদায়

এই মুহূর্তে প্রচুর মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে। আর বেঁচে থাকা মানুষের লড়াই করার একটাই অস্ত্র হলো সামাজিক দূরত্ব। সকাল আর সকালের মতন নেই রাতটাও কেমন শুনশান করছে। রাস্তা জন মানবহীন। জানিনা কবে এই অভিশাপ বাঁধা পেড়িয়ে করোনা মুক্ত জীবন পাবেন মানুষ। কেউই ভাবেনি একদিনের এভাবেই মৃত্যু ভয়ে ঘরে বসে কুঁড়ে কুঁড়ে মরতে হবে, না কেউই ভাবেনি এতো সুন্দর পৃথিবীটাও একদিন থমকে যাবে। করোনা বদলে দিয়েছে প্রত্যেক মানুষের জীবন।আর এই অবস্থায় সব মানুষই আতঙ্কিত।

এখন অভিনেতা থেকে নেতা মন্ত্রী অনেকেই দেশের সাধারণ এবং গরীব মানুষের সাহায্য করছেন। চেন্নাই এবং তামিলনাড়ুতে রাজ্যের অন্যান্য অংশে বসবাস করা হিজড়া সম্প্রদায় তারাও সবাই মিলে সাহায্য করছে সাধারণ মানুষদের।   এই কঠিন সময়েও এরা প্রায় এদের দলের দু হাজার রূপান্তরকামি এই সাহায্যে এগিয়ে এসেছে। এলজিবিটিআইকিউ কমিউনিটি ব্রাদার্নটির জেনারেল জয়া বলেছেন,

coronavirus testing everlywell

আমাদের সম্প্রদায়ের কোনও সঞ্চয় নেই,” । আমরা আমাদের ভবিষ্যতের প্রয়োজন সম্পর্কে খুব বেশি ভাবি না। তবে লকডাউনের কারণে আয়ের সমস্ত সুযোগ বন্ধ হয়ে গেছে এবং এখন আমরা কারও কাছ থেকে জামিন হিসাবে কিছু নিতে পারি না।কিন্তু আমরা মানুষের সাহায্য করছি। ”

শহর জুড়ে প্রায় তিনশো ব্যাগ বিতরণ করেছেন এই এলজিবিটিকিউ সম্প্রদায়।  যার মধ্যে চাল, তেল, চিনি, মসুর এবং সাবানের মতো গুরুত্বপূর্ণ জিনিস ছিলো। এই কঠিন সময়ে অনেক কর্পোরেশন, ভাল চিন্তাবিদ এবং এনজিও আমাদের সহায়তা করতে এগিয়ে এসেছেন।

সম্পর্কিত খবর