বাস কমায় বাড়ছে ভোগান্তি! ‘ফিট’ বাসের ‘আয়ু’ বাড়ানো হোক, হাইকোর্টে যাচ্ছে পরিবহণ দপ্তর

বাংলা হান্ট ডেস্কঃ কিছু বছর আগে এক পরিবেশকর্মীর করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ ছিল, ১৫ বছরের বয়ঃসীমা পেরিয়ে গেছে এমনি কোনও বাস আর কলকাতা (Kolkata) শহর কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথিরিটি (কেএমডিএ)-র এলাকায় চালানো যাবে না। গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী, ১৫ বছরের পুরনো বাস বা বাণিজ্যিক পরিবহণ আর চালানো যায়না। ফলত অগাস্ট মাসেই বহু বাস বাতিল করে দিতে হয়েছে। তবে যদি ১৫ বছর পরেও বাণিজ্যিক বাস ‘ফিট’ থাকে তাহলে তা চলাচলের মেয়াদ বৃদ্ধি করা হোক। এবার এই দাবিই তুললেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

হাইকোর্টে আবেদন করবে রাজ্য (Calcutta High Court)

সম্প্রতি সংবাদমাধ্যমকে পরিবহণমন্ত্রী জানিয়েছেন, ১৫ বছর পর যে সমস্ত বাস ‘ফিট’ রয়েছে তা চালানোর অনুমতি দেওয়া হোক। এই আর্জি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্যের পরিবহণ দপ্তর। সম্প্রতি বাস মালিকদের একটা বড় অংশের দাবি ছিল, কোভিডকালে কারণে দু’বছর রাস্তায় নামেনি সব বাস। এমন অনেক বাস রয়েছে যা ১৫ বছর পরও ফিট। এভাবে সেগুলো তুলে নিলে সমস্যার সম্মুখীন হতে হবে তাদের।

বাস মালিকদের দাবি মাথায় রেখে এবার এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে আবেদন জানাতে পারে রাজ্যের পরিবহণ দপ্তর। এই বিষয়ে পরিবহনমন্ত্রী বলেন, ‘বাস মালিক সংগঠনরা অনুরোধ করেছেন অনেক বাস ১৫ বছরের হলেও বাস এখনও ঠিক আছে। সেক্ষেত্রে যদি সেই বাসগুলিকে না তুলে চালানো যায় সেই আবেদনও করা হয়েছিল। সেই নিয়েই পরিবহণ দপ্তর আদালতে আর্জি জানাবে।’

Government of West Bengal decision on bus

আরও পড়ুন: ৩১ আগস্টের মধ্যে এই কাজ না করলেই বন্ধ হবে বেতন! সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশ রাজ্যের

তিনি আরও বলেন, গ্রিন ট্রাইবুনাল আইন অনুযায়ী মোতাবেক ১৫ বছর বয়সের পর বাস তুলে নিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ১৫ বছরের পরেও অনেক বাসের স্বাস্থ্য এখনও ভালো আছে তাই সেক্ষেত্রে পরিবেশ দূষণ হবে না এমন কোনও প্রযুক্তি ব্যবহার করে যদি বাসগুলি ফের চালানো যায় সেই নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে। বাসের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেও। এই আবহে আদালতে (Calcutta High Court) কোনো সমাধান সূত্র বেরোলে বাস মালিক ও আমজনতা দুয়েরই উপকার হবে বলে মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর