এবার বন্ধ হয়ে যাবে টোটো? কঠোর পদক্ষেপের পথে পরিবহণ দপ্তর

বাংলা হান্ট ডেস্কঃ টোটো (Toto) নিয়ে যানজটের সমস্যাও নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটোর কারণে একাধিক দুর্ঘটনাও ঘটেছে বহুবার। আগে থেকেই রাজ্য বা জাতীয় সড়কে অটো বা টোটো চলাচলে নিষেধাজ্ঞা আছে। কড়া নির্দেশিকা রয়েছে পরিবহণ দপ্তরের (Transport Department)। তবে বারাসতে এই নিয়ম এখনও কার্যকর হয়নি বলে অভিযোগ। উল্টে দিন দিন টোটোর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় সমস্যাও বাড়ছে। এই পরিস্থিতিতেই এবার বেআইনি টোটো নিয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করল জেলা পরিবহণ দপ্তর।

টোটো নিয়ে কি সিদ্ধান্ত দপ্তরের? Transport Department

সূত্রের খবর, বেআইনিভাবে কতগুলি টোটো চলছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। বারাসত শহরে কমবেশি ১০ হাজারের মত টোটো চলাচল করে। দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। অবৈধ টোটোর চলাচলের ক্ষেত্রে লাগাম দিতে গতবছর পুরসভা টোটোতে বারকোড বসানো শুরু করেছে। কিন্তু, লাভের লাভ কিছুই হয়নি। বারকোড ছাড়াই চলছে টোটো।

পুরসভা সূত্রে খবর, শহরের তিনহাজার টোটোতে পুরসভা তরফে বারকোড দেওয়া হয়েছে। জেলা শাসকের তত্ত্বাবধানে সেই বৈধ টোটোগুলির রুটও ঠিক করে দেওয়া হয়েছে। তবে অভিযোগ, এতকিছুর পরও অবৈধ টোটোর সংখ্যা লাফিয়ে বাড়তে থাকায় যথেষ্টই উদ্বিগ্ন পরিবহণ দপ্তর। তাই এবার কড়া হাতে ব্যবস্থা নেওয়া হতে পারে।

Toto 1

আরও পড়ুন: বাধ্যতামূলক লাইসেন্স, এবারে টোটোর দাদাগিরি বন্ধ! নয়া নীতি আনছে পশ্চিমবঙ্গ সরকার

অবৈধ টোটোর দাপাদাপি রুখতে জেলা প্রশাসন একটি নীতি আনতে চলেছে। এবার বেআইনি টোটো থাকলেই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খুব শীঘ্রই এই নিয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে। জেলা পরিবহণ দপ্তরের এক কর্তার কথায়, অবৈধ টোটোতে লাগাম দিতে ইতিমধ্যেই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে। অনুসন্ধান করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। নয়া নীতি আনছে দপ্তর। পুরসভার অনুমোদন ছাড়া কোনো টোটো চললে এবার আইনত ব্যবস্থাও নেওয়া হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর