বাংলা হান্ট ডেস্কঃ স্কুল, কলেজ হোক বা অফিস, যাতায়াতের জন্য বহু মানুষের ভরসা বাস (Bus)। শহর থেকে শহরতলি, প্রায় সর্বত্রই দেখা যায় একই চিত্র। বাসে (Kolkata Bus) চেপে রোজ নিজের গন্তব্যে পৌঁছে যান বহু মানুষ। এবার তাঁদের জন্যই বড় সুখবর। শনিবার দুপুরে একটি নতুন বাস রুটের (Bus Route) উদ্বোধন করা হল। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লারা এই বাস রুটের উদ্বোধন করেন।
কোথা থেকে কতদূর চলবে এই বাস (Kolkata Bus)?
কয়েক মাস আগে রাস্তায় কম বাস চলাচল নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে নবান্নের বৈঠক থেকে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। এরপরেই সল্টলেক সেক্টর ফাইভ সহ নানান রাস্তায় ঘুরে ঘুরে বাস চলাচল পরিদর্শন করেন পরিবহণ মন্ত্রী। এবার নয়া বাস রুটের উদ্বোধন করলেন তিনি।
এবার ভাঙরের হাতিশালা ইনফোসিস থেকে কলকাতা স্টেশন অবধি কেবি ২৪ রুটের ২৬টি নতুন বাস চলাচল করবে। এদিন দুপুরে সেই রুটের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty), তৃণমূল বিধায়ক শওকত মোল্লারা। আপাতত ১২টি বাস দিয়ে এই রুটের পরিষেবা শুরু করা হল।
আরও পড়ুনঃ নয়া রেকর্ড গড়ল এসএসকেএম হাসপাতাল! শুভেচ্ছায় ভরালেন মুখ্যমন্ত্রী নিজে
রিপোর্ট বলছে, এই রুটের বাসগুলি (Kolkata Bus) হাতিশালা থেকে শুরু করে কারিগরি ভবন, বিশ্ব বাংলা গেট, নিউটাউন বাস স্ট্যান্ড, সেক্টর ফাইভ, করুণাময়ী, বিকাশ ভবন, সিটি সেন্টার ১, বিধাননগর স্টেশন, শ্যামবাজার হয়ে কলকাতা স্টেশন অবধি চলাচল করবে। জানা যাচ্ছে, ওই একই রুটে বহুদিন ধরে কে-ওয়ান বাস রুট কর্তৃপক্ষ বাস চালাচ্ছে। তবে এবার বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বাস চালানোর পরিকল্পনাও করা হচ্ছে বলে জানান রাজ্যের পরিবহণ মন্ত্রী।
এদিন এই বাস (Kolkata Bus) রুট উদ্বোধনের পর স্নেহাশিস বলেন, ‘নতুন বাস রুটের উদ্বোধন হল। এখান থেকে মূলত ১২টি বাস যাবে। এরপর বাসের সংখ্যা বৃদ্ধি পাবে। সরকারি বাস যুক্ত হবে। মানুষ দ্রুত আরজি কর, কলকাতা স্টেশন পৌঁছতে পারবেন’।