বকখালি তো অনেক হল! এবার টুক করে চলে যান ‘নিউ বকখালি’, নতুন সি বিচ দেখলেই বলবেন ‘আহা’..

   

বাংলাহান্ট ডেস্ক : ভ্রমণ (Travel) পিপাসু বাঙালির কাছে বকখালি অত্যন্ত পরিচিত একটি নাম। দীঘা, মন্দারমনির পাশাপাশি সৈকত নগরী বকখালি বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে। প্রায় গোটা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। তবে অনেকেই হয়ত নিউ বকখালির (New Bakkhali) সাথে এখনও পরিচিত নন।

যারা দীঘা, মন্দারমনি, বকখালির মতো পরিচিত সৈকতগুলিতে যেতে যেতে ক্লান্ত, তারা একবার ঘুরতে যেতে পারেন নিউ বকখালিতে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলে পড়ে গেছে গরমের ছুটি। তাই ইচ্ছা হলে দু-তিন দিনের জন্য ঘুরে আসুন নিউ বকখালি থেকে। এখানকার পরিবেশ কোলাহলমুক্ত।

আরোও পড়ুন : পাকা খবর! সরকার শুরু করছে নয়া যোজনা, রেশন কার্ড গ্রাহকরা এবার সবাই পাবেন এই দুর্দান্ত সুবিধা

খুব একটা পরিচিত জায়গা না হওয়ায়, নিউ বকখালিতে পর্যটকদের আনাগোনা কম। তাই বেশ শান্তিতে ছুটি কাটাতে পারবেন এখানে। নদী, জঙ্গল, তট ঘেরা এই জায়গা আপনাকে দেবে অনাবিল শান্তি। নদীর পাশেই রয়েছে জঙ্গল। সেই জঙ্গলে প্রিয় মানুষের হাত ধরে হারিয়ে যেতে পারেন কিছু সময়ের জন্য।

আরোও পড়ুন : রেকর্ড আয়! ১ বছরে ১১৫ কোটির বেশি যাত্রীর থেকে যা কামালো রেল….হিসেব দেখলে মাথা ঘুরে যাবে

কলকাতা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থিত নিউ বকখালি। ট্রেনে করে কলকাতা থেকে অত্যন্ত অল্প সময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এখানে। নিউ বকখালির খুব কাছেই রয়েছে উকিলের হাট রেল স্টেশনটি। এছাড়াও আপনারা চাইলে কাকদ্বীপ হয়ে পৌঁছাতে পারেন এখানে। শিয়ালদা থেকে ট্রেনে আপনাদের প্রথমে চলে যেতে হবে উকিলের হাট অথবা কাকদ্বীপ।

barren island

ট্রেনের টিকিট পড়বে মাথাপিছু মাত্র ১৫ টাকা। উকিলের হাট কিংবা কাকদ্বীপ থেকে নিউ বকখালি যাওয়ার জন্য রয়েছে টোটো। স্টেশন থেকে নিউ বকখালি যাওয়ার টোটো ভাড়া ৩০ টাকা। এখানে নদীর ধারে বসে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। নিউ বকখালির আশেপাশে খাবার খুব একটা ব্যবস্থা নেই। তাই এখানে এলে নিজেদেরই খাবারের ব্যবস্থা করে নিতে হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর