বাংলাহান্ট ডেস্কঃ ভোট প্রচারের শুরুতেই সবাইকে চমকিত করে এক অভিনব ঘোষণা করলেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী ( BJP Candidate ) তথা সদ্য তৃণমূলত্যাগী ( TMC ) বিদায়ী বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানান, ফের একবার ভোটে জিতলে (West Bengal Election ) পাণ্ডবেশ্বরের যে সমস্ত প্রবীণরা অযোধ্যা রামমন্দিরে ( Ayodhya Ram Mandir ) যেতে চান, তাঁদের কে নিজের খরচে সেখানে নিয়ে যাবেন।
যার এহেন ঘোষণার কারণ খুঁজতে গিয়ে জানা যায়, তিনি সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেন যে, ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী নাকি নির্বাচনী সভাতে হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি এলাকাবাসীকে হুমকিও দিয়ে বলেছেন যে, রামনাম করলে ও অযোধ্য়া গেল তাঁদের পা ভেঙে দেওয়া হবে। তারই প্রেক্ষিতে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির নিজের কেন্দ্রের মানুষদের কাছে আবেদন করেন যে, ফের একবার নির্বাচিত হলে প্রবীণদের নিয়ে রামলালার দর্শন করাবেন।
তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে করা জিতেন্দ্র-র (Jitendra Tiwari) এহেন অভিযোগের সত্যতা যাচায় করা হয়নি। তবে তিনি ওই ভিডিও মারফত আরও অভিযোগ করেন, তাকে নাকি প্রচারে বাঁধা দেওয়া হচ্ছে। তারপরই পাণ্ডবেশ্বরের হরিপুর রামমন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচারে নেমে পড়েন। প্রচারে বেরিয়েই তিনি এই ঘোষণা করলেন।
জিতেন্দ্রর ফেসবুক বার্তা থেকে তার তৃণমূল ত্যাগের কারণও স্পশ্ট । তিনি বলেন পাঁচ বছর পাণ্ডবেশ্বরের মানুষের হয়ে কাজ করে, এখন তৃণমূল বলছে অন্য কেন্দ্রে প্রার্থী হতে। তাই-ই তিনি দলবদল করেন বলে জানান। এদিন তিনি নিজের কেন্দ্রের মানুষদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দিয়ে বলেন, “আপনাদের ছেড়ে আমি কোথাও যেতে চাইনি।”