শাল-সেগুনে ঘেরা শান্তির নীড়, অর্গানিক সবজি-মাংসে পেটপুজোর ব্যবস্থা, পুজোয় ঘুরে আসুন ‘দ্য রেড সয়েল কান্ট্রি’

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, সিনেমা দেখার পাশাপাশি ঘোরার (Travel) প্ল্যানও করে থাকেন অনেকে। সারা বছর কাজের ব্যস্ততার পর এই চারটে দিনই থাকে খানিক বিশ্রামের জন্য। তাই বাক্স প্যাঁটরা গুছিয়ে পুজোটা নিরিবিলিতে কাটাতে বেরিয়ে (Travel) পড়েন অনেকেই। কিন্তু এখন বাঙালির দীঘা থেকে দার্জিলিং সর্বত্রই উপচে পড়া ভিড়। এমনকি অফ সিজনেও নেই তিল ধারণের জায়গা। তাই এবার পুজোয় যদি ভিড়ভাট্টা থেকে দূরে নির্জনে, শান্তিতে কয়েকটা দিন কাটানোর পরিকল্পনা থেকে থাকে, তবে এই প্রতিবেদন আপনারই জন্য।

ঘুরে (Travel) আসুন দ্য রেড সয়েল কান্ট্রি থেকে

পুজোয় ঘুরতে (Travel) যাওয়ার ইচ্ছা। এদিকে কোথায় যাবেন বুঝতে পারছেন না? কাজের চাপ এবং শহরের ইঁট কাঠ পাথরের জঙ্গল থেকে বেরিয়ে যদি দু দণ্ড শান্তির খোঁজ করেন, তাহলে চলে যেতেন পারেন ‘দ্য রেড সয়েল কান্ট্রি’তে। ঝাড়খন্ডের সাঁওতাল পরগণার সীমানায় সুরির কোল ঘেঁষে অঞ্জলি গার্ডেনসে রয়েছে এই অর্গানিক ফার্ম এবং ট্রপিক্যাল গার্ডেন। প্রায় ৫০ বিঘারও বেশি জায়গা নিয়ে তৈরি এই ফার্ম স্টে আপনার পুজো কাটানোর জন্য আদর্শ জায়গা হয়ে উঠবে। এখানে শুধু যে গ্রাম্য পরিবেশে মাটির কাছাকাছি থাকার সুযোগ রয়েছে তাই নয়, পাবেন শহুরে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা এবং আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একগুচ্ছ দর্শনীয় স্থান।

আরো পড়ুন : পুজোর মাঝেই অঘটন, রাতারাতি নায়িকাই বদলে গেল জনপ্রিয় সিরিয়ালে! বদলে এলেন কে?

কী কী সুযোগ সুবিধা রয়েছে

চারিদিকে শাল, সেগুন, মহুয়া, সোনাঝুড়ি গাছে ঘেরা এই দ্য রেড সয়েল কান্ট্রি আপনাকে উপহার দেবে এক অনন্য সুন্দর অভিজ্ঞতা যা মনে থেকে যাবে দীর্ঘদিন। ফার্ম স্টের নিজস্ব তাজা অর্গানিক শাকসবজি, ইন হাউজ পোলট্রি থেকে মুরগির মাংস, হাঁসের ডিম দিয়ে করা হয় অতিথি আপ্যায়ন। রয়েছে বিশাল পুকুর, যেখানে রয়েছে মাছ ধরার সুব্যবস্থা। শহরের মানুষরা কাশফুল দেখা ভুলেই গিয়েছেন প্রায়। এই ফার্ম স্টে তে ঘুরতে (Travel) এলে পুষিয়ে যাবে সেই না পাওয়া। এছাড়া ট্রি হাউজ থেকে বার্ড ওয়াচিং, জগিং, সাইক্লিং এর মতো অ্যাক্টিভিটিজও উপলব্ধ রয়েছে দ্য রেড সয়েল কান্ট্রি।

আরো পড়ুন : একা মিঠুন নয়, নন্দনে ব্রাত্য দেব-শিবপ্রসাদের পুজোর ছবিও! নেপথ্যে কি আরজিকর প্রতিবাদ?

কোথায় কোথায় ঘুরতে যাবেন

জানিয়ে রাখি, দ্য রেড সয়েল কান্ট্রি থেকে কিছুক্ষণের দূরত্বেই রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। চাইলে গাড়ি নিয়ে আধ ঘন্টার মধ্যে দেখে আসতে পারেন ম্যাসাঞ্জোর ড্যাম। সাঁওতাল পরগণার মাটির গন্ধ বুকে নিয়ে ঘন গাছে ঘেরা রাস্তা দিয়ে সফর অ্যাডভেঞ্চার প্রেমীদের অ্যাড্রিনালিন রাশ দিতে পারে। মিনিট চল্লিশেক দূরত্বে রয়েছে তারাপীঠ। ঘুরে (Travel)আসতে মিনিট নলহাটি, সাঁইথিয়া, ফুল্লরা, কঙ্কালীতলার মতো পাঁচ সতী পীঠ। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণও রয়েছে কাছেই। চাইলে ঘুরে আসতে পারেন ‘রাজকাহিনী’ ছবির শুটিং স্পট নানহা পাহাড় থেকে। এছাড়াও শান্তিনিকেতন, দেওঘর বাবা বিশ্বনাথ ধাম, ত্রিকূট পর্বতের মতো দর্শনীয় স্থানগুলি ঘুরে (Travel) বেরিয়ে কোথা দিয়ে যে চারটে দিন কেটে যাবে তা টেরও পাবেন না। শীতকালে এই ফার্ম স্টে তে ঘুরতে আসলে ১৪-১৭ ই জানুয়ারি পেয়ে যাবেন বিখ্যাত জয়দেব কেঁদুলি মেলা।

Travel

কীভাবে আসবেন দ্য রেড সয়েল কান্ট্রি তে

গাড়িতে আসলে দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে সাড়ে তিন ঘন্টার ড্রাইভ। তিলপাড়া ব্যারেজের সাহারাকুরি ক্রসিং থেকে গুগল ম্যাপে ‘বীরভূম অঞ্জলি গার্ডেনস’ সার্চ করে নিলে সুবিধাই হবে। ট্রেনে আসলে নিকটবর্তী স্টেশন সুরি থেকে টোটো বা গাড়িতে লাগবে আধ ঘন্টা। অন্যদিকে সাঁইথিয়া স্টেশন থেকেও লাগবে ৩০ মিনিট। চাইলে আসতে পারেন বাসেও। সেক্ষেত্রে কলকাতা বা বোলপুর বা সুরি থেকে যেকোনো তারাপীঠ বা রামপুরহাট বা ম্যাসাঞ্জোর গামী বাসে আসতে হবে সাহারাকুরি বাসস্টপে। সেখান থেকে টোটোয় লাগবে মাত্র ৫ মিনিট। আর সুরি বাস স্ট্যান্ড থেকে টোটোয় লাগবে মিনিট ২০। আগে থেকে বুকিং করে রাখলে সাঁইথিয়া বা সুরি থেকে পিক আপের ব্যবস্থাও রয়েছে। জানিয়ে রাখি, দ্য রেড সয়েল কান্ট্রি তে চেক ইন টাইম বেলা ১২ টা এবং চেক আউট টাইম সকাল ১১ টা। চাইলে প্রিয় চার পেয়ে পোষ্যকেও নিয়ে আসতে পারেন সঙ্গে। কারণ দ্য রেড সয়েল কান্ট্রি ফার্ম স্টে সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর