বঙ্গোপসাগরে ইলিশের সন্ধানে গিয়ে ট্রলার ডুবির আশঙ্কা! সন্ধান নেই ১৮ জন মৎস্যজীবীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ফের ট্রলারডুবির আশঙ্কা করা হচ্ছে বঙ্গোপসাগরে। ইলিশের সন্ধানে গিয়ে এখনো পর্যন্ত নিখোঁজ প্রায় ১৮ জন মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীরা কাকদ্বীপ – নামখানা এলাকার বাসিন্দা। ঘটনাটি নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়েছে কাকদ্বীপ – নামখানা এলাকায়। কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে পাওয়া খবর অনুযায়ী, খারাপ আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা পাওয়ার পর বাড়ি ফিরে আসার সময় সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পের অন্তর্গত কেঁদো দ্বীপে ট্রলারটি ডুবে গিয়েছে।

কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেছেন,এফবি সত্যনারায়ণ নামের একটি ট্রলার গত ১৬ ই আগস্ট কাকদ্বীপ মৎস্য বন্দর থেকে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরের গভীরে যাত্রা শুরু করে। এরপর খারাপ আবহাওয়ার কারণে সমস্ত ট্রলার গুলিকে ১৭ ই আগস্ট এর মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। সেই সতর্কবার্তা পেয়ে ফিরে আসার সময় সম্ভবত কেঁদো দ্বীপের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ট্রলারটি।

খারাপ আবহাওয়ার কারণে জঙ্গল ঘেরা ওই দ্বীপটিতে আরও বেশ কয়েকটি ট্রলার আশ্রয় নিয়েছিল। ওই ট্রলার গুলির কর্মীরা নিখোঁজদের সন্ধান শুরু করেন। মৎস্যজীবী সংগঠনের অভিযোগ উপকূলরক্ষী বাহিনী দুর্ঘটনাস্থলে শুক্রবার দুপুরেও পৌঁছে উঠতে পারেনি।

অন্যদিকে কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতির মন্তব্য, খারাপ আবহাওয়ার কারণে ১৭ তারিখের মধ্যে সমস্ত ট্রলারকে সমুদ্র তীরবর্তী স্থানে চলে আসার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও কেন ওই ট্রলারটি সেই নির্দেশ পালন করল না সেই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X