NFT দুনিয়ায় নয়া ঝড়! নিজের তৈরি NFT দিয়েই হয়ে যান বড়লোক, সামনে এল TreasureNFT AUCTION Details

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে গোটা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে TreasureNFT। ইতিমধ্যেই Learning এবং Charity-র স্বার্থে নতুন দিগন্তের সৃষ্টি করেছে TreasureNFT। এদিকে, TreasureNFT কি, কিভাবে অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে অর্থ উপার্জনের রাস্তা পাওয়া যায়; এমন একাধিক বিষয় সম্পর্কে সকলকে অবগত করানোর জন্য যথার্থ জ্ঞান প্রদানের পাশাপাশি অতিরিক্ত ইনকাম নিয়েও নয়া ভাবনার বিষয়টি তুলে ধরেছে এই সংস্থাটি।

বড় পদক্ষেপ TreasureNFT-র:

TreasureNFT বর্তমানে একাধিক নতুন নতুন আর্থিক উপার্জনের সুযোগ নিয়ে এসেছে। সাপ্তাহিক ইনকাম থেকে শুরু করে রেফারেল পদ্ধতির দ্বারা আয় হোক কিংবা NFT AMBASSADOR; TreasureNFT-র মাধ্যমে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম এখন হাতের মুঠোয়। আর এবার সেই তালিকায় এক ঐতিহাসিক সম্ভাবনার দ্বার খুলে দিল TreasureNFT।

TreasureNFT AUCTION Details Update.

TreasureNFT AUCTION BLOCK শীঘ্রই আসছে: জানিয়ে রাখি যে, খুব শীঘ্রই আসতে চলছে TreasureNFT Auction Block। TreasureNFT Ecosystem-এর ক্ষেত্রে এই Auction Zone অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে এই কোম্পানির সাথে যে সকল মেম্বার যুক্ত রয়েছে, তাদের সকলের মধ্যে ট্রেডিং অভিজ্ঞতা বৃদ্ধি করবে এই Auction Zone। এখানে বলে রাখা দরকার, Star NFT AMBASSADOR-রা এই auction-এ অংশগ্রহণ করা এবং এর সকল সুযোগ সুবিধা উপভোগ করার ক্ষেত্রে সবার প্রথম প্রায়োরিটি পাবেন। তাই দেরি না করে আপনিও হয়ে যান NFT AMBASSADOR এবং উপভোগ করুন Auction Zone। তবে এক্ষেত্রে যথার্থ Knowledge অর্জন করা একান্ত প্রয়োজন।

TreasureNFT TOKEN (THE HEART OF THE NFT ECOSYSTEM): প্রসঙ্গত উল্লেখ্য, TreasureNFT-র এক্সচেঞ্জ এবং ট্রেডিং ও কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে NFT TOKEN এক বিশেষ ভূমিকা রাখতে চলেছে। ২০২৫-এ এটি লাইভ যাওয়ার সম্ভাবনা রয়েছে।

TreasureNFT AUCTION Details Update.

NFT MINT (MINT YOUR OWN NFT): TreasureNFT কমিউনিটি মেম্বাররা এবার থেকে পার্সোনাল NFT তৈরি এবং পরবর্তীতে সেগুলি ট্রেড করতে পারবে তাও শুধুমাত্র TreasureNFT প্ল্যাটফর্মে।
Future Vision: Under the governance of TREASURENFT DAO, NFT mint will become the core section for community creation and trading.

TreasureNFTFuture (Call and Summary):
1. প্রত্যেক কমিউনিটি মেম্বারদের যথার্থ জ্ঞান অর্জন করা দরকার, TreasureNFT এর বৃদ্ধি, কমিউনিটি তৈরিতে উপযুক্ত ভূমিকা গ্রহণ এবং ট্রেডিংয়ের বিষয়ে knowledge অর্জন করতে হবে।
2. সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং ভবিষ্যতে NFT কে বিশ্বের দরবারে ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে।
3. নিজেদের ইনকামের পাশাপাশি সকলকে নিয়ে চলতে হবে।

TreasureNFT AUCTION Details Update.

TreasureNFT নিলাম (AUCTION) সম্পর্কে আরও কিছু তথ্য: শীর্ষ-স্তরের NFT বিষয়ে উপযুক্ত জ্ঞান অর্জন করুন এবং অনন্য ডিজিটাল শিল্প এবং বিরল সম্পদ আবিষ্কার করুন। TreasureNFT নিলামে আমরা কেবল একটি ট্রেডিং প্ল্যাটফর্ম প্রদান করি না – আমরা একটি পেশাদার, উচ্চমানের এবং বিশ্বস্ত বাজার তৈরি করি যেখানে সংগ্রাহক এবং বিনিয়োগকারীরা সহজেই তাদের পছন্দের জিনিসগুলি খুঁজে পেতে এবং ব্যবসা করতে পারে।
* কিউরেটেড উচ্চমানের NFT- স্বতন্ত্রতা এবং মূল্য নিশ্চিত করার জন্য যত্ন সহকারে নির্বাচিত ডিজিটাল শিল্পকর্ম এবং বিরল NFT।
* পেশাদার বাজার ব্যবস্থা – একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য অভিজ্ঞতার জন্য একটি ন্যায্য এবং স্বচ্ছ নিলাম এবং ট্রেডিং প্রক্রিয়া।
* প্রিমিয়াম ব্যবহারকারীর অভিজ্ঞতা – একটি মসৃণ ইন্টারফেস এবং নিরবচ্ছিন্ন ক্রিয়াকলাপ NFT ট্রেডিংকে আরও দক্ষ এবং উপভোগ্য করে তোলে।
* বিকেন্দ্রীভূত নিরাপত্তা – সম্পদের নিরাপত্তা এবং সম্পূর্ণ লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ব্লকচেইন প্রযুক্তিতে নির্মিত।

আরও পড়ুন: ভারতের সাথে টক্কর দিতে গিয়েই নাকানি-চোবানি খাচ্ছে পাকিস্তান, এবার লজ্জার নজির গড়ল পড়শি দেশ

পরবর্তী আপডেট সম্পর্কে জানতে চোখ রাখুন এবং এখনই Join করুন TreasureNFT প্ল্যাটফর্মে। (TreasureNFT is the biggest earning opportunity for all NFT lovers.)
TreasureNFT Official Channels:
TreasureNFT Website: https://treasurenft.xyz
TreasureNFT Official Telegram Channel: https://t.me/TreasureNFT
TreasureNFT Email support: Support@treasurenft.xyz
TreasureNFT Official Telegram Channel: https://t.me/+rsdqvfuxbGo3M2Zh
MSB Link: https://www.fincen.gov/msb-registrant-search Number: 31000289655815

আরও পড়ুন: যাহ! মহাকুম্ভের জেরে চরম সঙ্কটে ব্যাঙ্কগুলি, বড় পদক্ষেপ নিতে চলেছে RBI

(TreasureNFT is an excellent earning platform. It’s an exceptional platform in the Networking field in the world. Because there is no loss, only profit, profit & profit. Trial fund, Rewards, Bonuses, weekly brokerage, airdrop box, monthly salary and withdrawal as per performance are available in TreasureNFT.)

সতর্কীকরণ: এটি একটি বিজ্ঞাপনমূলক প্রতিবেদন। তাই, অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X