ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটালো TreasureNFT; অর্থ উপার্জনের পাশাপাশি চ্যারিটি ইভেন্ট নিয়ে হাজির এই সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে এখন প্রতিটি ক্ষেত্রেই উপলব্ধ হচ্ছে বিভিন্ন সুযোগ। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে খুব সহজেই হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, অর্থ উপার্জনের ক্ষেত্রেও বর্তমান সময়ে বিভিন্ন পথ খুলে গিয়েছে। ঠিক সেইরকমই এক লাভজনক মাধ্যম হল TreasureNFT। ইতিমধ্যেই, TreasureNFT বিপুলসংখ্যক মানুষকে প্রত্যক্ষভাবে লাভবান করেছে। বর্তমানে TreasureNFT-র দ্বিতীয় বর্ষের উদযাপনের মাঝেই উপার্জনের আরও একাধিক উপায় নিয়ে আসা হয়েছে। স্বাভাবিকভাবেই বাঁধভাঙা উচ্ছ্বাস ধরা পড়েছে সকলের মধ্যে। এর মাঝেই বর্তমানে Learning এবং Charity-র স্বার্থে নতুন দিগন্তের সৃষ্টি করলো TreasureNFT

TreasureNFT নিল বড় পদক্ষেপ:

TreasureNFT took big steps.

জানিয়ে রাখি যে, TreasureNFT কি, কিভাবে অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাবেন এমন একাধিক বিষয় সম্পর্কে সকলকে অবগত করানোর জন্য যথার্থ জ্ঞান প্রদানের পাশাপাশি Charity নিয়েও নয়া ভাবনার বিষয়টি তুলে ধরেছে এই সংস্থাটি। বাংলার বিভিন্ন প্রান্তে গরিব এবং পিছিয়ে পড়া মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে Treasurenft। ছোট ছোট বাচ্চা হোক কিংবা মধ্যবিত্ত শ্রেণির মানুষ; কোথাও নতুন জামাকাপড় তো কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দানের দ্বারা সকলের মাঝে খুশির বাতাবরণ পৌঁছে দিচ্ছে তারা।

TreasureNFT took big steps.

TreasureNFT সংস্থার ম্যানেজার কেভিনের তত্ত্বাবধানে এবং একাধিক সিনিয়র লিডারদের সহযোগিতায় ইতিমধ্যেই একাধিক স্থানে শুরু হয়েছে CHARITY EVENT; এই বিষয়টি আজ তুলে ধরব আপনাদের সামনে।

TreasureNFT took big steps.

বর্তমানে TreasureNFT দ্বারা প্রকাশিত একটি বিজ্ঞপ্তি তুলে ধরা হল:
মহাশয়/মহাশয়া
২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নৈহাটি ঐকতান মঞ্চে (নৈহাটি মিউনিসিপালিটি এর ভিতরে – নৈহাটি রেলওয়ে ১ নং প্লাটফর্মের উল্টো দিকে ) Team JKD-র পক্ষ থেকে TreaSureNFT-র একটি Learning and Charity Session-এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনার এবং আপনার সদস্যদের উপস্থিতি একান্ত ভাবে কাম্য।
সময়- সকাল ১০ টা
তারিখ- ২২/০৯/২০২৩
দিন- রবিবার
ঠিকানা- ঐকতান মঞ্চ, নৈহাটি , উত্তর ২৪ পরগনা , পশ্চিমবঙ্গ
ধন্যবাদান্তে
Team JKD

আরও পড়ুন: রেল ট্র্যাকে পরপর ১০ টি ডেটোনেটর! আর্মি স্পেশাল ট্রেন উড়িয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য? গ্রেফতার “মাস্টারমাইন্ড”

শুধু তাই নয়, ভবিষ্যতেও একাধিক স্থানে মানুষের মুখে হাসি পৌঁছে দেওয়ার লক্ষ্যে অগ্রসর হয়ে চলেছে TreasureNFT।
TreasureNFT চ্যানেল
https://t.me/IndiaTreasureNFT


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর