একই গাছে ফলে ৪০ রকমের ফল! জেনে নিন কোথায় আছে এমন আশ্চর্য গাছ

Published On:

এক গাছে সাধারণ ভাবে একই রকমের ফল ফলে। অনেকক্ষেত্রে কলম পদ্ধতিতে একের বেশি ফলও ধরে এক গাছে। কিন্তু বিশ্বে একটি গাছও রয়েছে, যা এক, দুই, পাঁচ, দশ নয় ৪০ প্রকারের ফল দেয়। বিশ্বাস করতে না হলেও এমন গাছেত অস্তিত্ব কিন্তু সত্যিকারেরই আছে।

আমেরিকার একজন ভিজ্যুয়াল আর্টস অধ্যাপক এই আশ্চর্যজনক উদ্ভিদটি তৈরি করেছেন। এটিতে প্রায় প্রকারের ফল হয়। ‘ট্রি অফ ৪০’ নামে এই গাছ বেশ বিখ্যাত। এটি বরফ, সালু, এপ্রিকট, চেরি এবং নেকটারিনের মতো বিভিন্ন ধরণের ফলের উত্পাদন করে।

এই উদ্ভিদ বিক্রিও করা হয়ে থাকে। তবে এর জন্য আপনাকে খরচ করতে হবে ১৯ লাখ টাকায়া। এই বৃক্ষটি মার্কিন যুক্তরাষ্ট্রের সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস প্রফেসর ভন আকেন তৈরি করেছেন। এই গাছে সালমন, এপ্রিকট, চেরি এবং নেকটারিন বিভিন্ন রকম ফল হয়।

জানা যায়, অর্থের অভাবে বাগানটি বন্ধ হয়ে যাচ্ছিল, এতে অনেক প্রাচীন এবং অ্যাক্সেসযোগ্য গাছের প্রজাতিও ছিল। অধ্যাপক ভান যেহেতু চাষীর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি কৃষিতেও খুব আগ্রহী ছিলেন। তিনি এই বাগানটি একটি ইজারা নিয়েছিলেন এবং গ্রাফটিং কৌশলগুলির সহায়তায় তিনি ’40 টি ট্রি’র মতো একটি আশ্চর্যজনক বৃক্ষ বাড়ানোর ক্ষেত্রে সফল হয়েছেন।

 

 

X