বাংলা হান্ট ডেস্ক : ওরা সবুজ রাজ্যের মানুষ তাই বোঝে সবুজের মর্ম। গোটা দেশের তুলনায় এমনিতেই মেঘালয় সবুজ।তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সবুজকে ভালোবেসে হয়ে গেল দেড় লক্ষ চারা রোপণ।
সবুজের মান বোঝে মেঘালয়ের মানুষ ওরা যে বৃষ্টিরাজ্যেরও বাসিন্দা তাই। সবুজ ঘেরা মেঘালয় এবার নতুন নজির করল- বিশ্বে সর্বাধিক চারাগাছ রোপণ করার। সেকারনেই মঙ্গলবার মোট পনেরো লক্ষ চারা রোপণ করা হয়েছে মেঘালয়ে।
জানা গেছে, মেঘালয় সরকার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে বিপুল পরিমাণে গাছের চারা রোপণের সিদ্ধান্ত নেয়। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজেও এই কর্মসূচিতে অংশ নেন।এভাবে মেঘালয় সারা দেশকে দিচ্ছে ‘সবুজ শিক্ষা’।
[6/5, 6:31 PM] abriti Banglahunt: সব জল্পনা সত্যি করে তবে কি দিশা পাটানি আর টাইগার শ্রফ সম্পর্কে
বাংলা হান্ট ডেস্ক : টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্ক নিয়ে জোর কানাকানি চলছে বলি দুনিয়ায়। এরই মধ্যে ভারতের প্রিমিয়ারে দিশার সঙ্গী টাইগার।একসাথে ছবির পোজ দিতেও দেখা গেল তাদের।
সলমান খানের ভারত মুভির প্রিমিয়ারে সবার নজর কাড়লেন ছবির অন্যতম চরিত্র দিশা পাটানি। একসাথে দেখা গেল টাইগার কেও।এছাড়াও বিভিন্ন সময়ও তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও বাড়ে।
মঙ্গলবার ভারতের গ্র্যান্ড প্রিমিয়ারে একঝাঁক তারকার মত তারাও উপস্থিত ছিলেন তবে একসাথে।টাইগার ও দিশাও।
জানা যাচ্ছে ভারতে একজন ট্র্যাপিজ শিল্পীর চরিত্রে দেখা যাবে দিশাকে। এবার হট দিশার সাথে টাইগারের সম্পর্কের পথচলা মসৃণ হোক দর্শকদের একান্ত কামনা।