বাংলাহান্ট ডেস্কঃ শনিবার গান্ধীজির জন্মজয়ন্তীর উপলক্ষ্যে ট্যুইটারে হ্যাশট্যাগ ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’র ট্রেন্ড ছড়িয়ে পড়েছিল। যা দেখে এই বিষয়ের উপর নিজের ক্ষোভ উগরে দিলেন বিজেপি (bjp) সাংসদ বরুণ গান্ধী (varun gandhi)। তাঁর দাবী যারা এরকমটা করছে, তাঁরা দেশকে দায়িত্বজ্ঞানহীনভাবে লজ্জিত করছে।
বিষয়টা হল, গতকাল অর্থাৎ ২ রা অক্টোবর জাতীর জনক মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) জন্মদিবস থাকলেও, ট্যুইটারে হ্যাশট্যাগ ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’র ট্রেন্ড ছড়িয়ে পড়েছিল। যে গডসে ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করেছিল, সেই গডসেকেই নিয়েই এমন উন্মাদনা করায় ক্ষিপ্ত হন বরুণ গান্ধী।
India has always been a spiritual superpower,but it is the Mahatma who articulated our nation’s spiritual underpinnings through his being & gave us a moral authority that remains our greatest strength even today.Those tweeting ‘Godse zindabad’ are irresponsibly shaming the nation
— Varun Gandhi (@varungandhi80) October 2, 2021
এই বিষয়ে শনিবার এক ট্যুইট করে নিজের ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। ট্যুইটারে তিনি লেখেন, ‘আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলে ভারত চিরকালই শক্তিমান। আর জাতীর জনক মহাত্মা গান্ধীর হাত ধরেই, আধ্যাত্মিকতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। আমাদের নৈতিক কর্তৃত্ব তিনিই তৈরি করে দিয়ে গেছেন, আর এটাই আমাদের কাছে সবথেকে বড় শক্তি’।
তিনি আরও বলেন, ‘এই দিনে যারা গডসে জিন্দাবাদ করে ট্যুইট করছেন, তাঁরাই প্রকৃতপক্ষে দায়িত্বজ্ঞানহীনভাবে দেশকে লজ্জিত করছেন’।
প্রসঙ্গত, ১৮৬৯ সালের ২ রা অক্টোবর গুজরাটের (Gujarat) পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। প্রতি বছর ২ রা অক্টোবর দিনটি গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয় সারাদেশে। এবার এই দিনেই ট্যুইটারে ট্রেন্ড হল ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ (Nathuram Godse zindabad)। তারউপর এই ৬১ হাজারেরও বেশি মানুষ এই বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় রিট্যুইটও করেছেন।